X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবার গোল করে পর্তুগালকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৮, ১৯:৫৬আপডেট : ২০ জুন ২০১৮, ২০:১৭

রোনালদোর গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, তবে জেতাতে পারেননি দলকে। মরক্কোর বিপক্ষেও জাদু দেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার জয় পেয়েছে পতুর্গাল। তার লক্ষ্যভেদেই রাশিয়া বিশ্বকাপের প্রথম জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগিজরা। মরক্কোকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেও বসেছে তারা ৪ পয়েন্ট নিয়ে। সমান্তরালে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকান দেশটি।

আগুনে রোনালাদো একাই ধ্বংস করেছিলেন স্পেনকে। হ্যাটট্রিক করে পতুর্গালকে জেতাতে না পারলেও গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট এনে দিয়েছিলেন তিনি। এবার পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগিজরা। ম্যাচের শুরুতেই লক্ষ্যভেদ করে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের রাশিয়া বিশ্বকাপের প্রথম জয় এনে দিয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করেছিলেন চতুর্থ মিনিটে। মরক্কোর বিপক্ষেও ওই একই সময়ে জাল খুঁজে পান রোনালদো। তবে এবার আর পেনাল্টি থেকে নয়, দুর্দান্ত হেডে পর্তুগিজদের লিড এনে দেন তিনি। শট কর্নার থেকে জোয়াও মৌতিনিয়োর ক্রস থেকে পাওয়া বল লাফিয়ে উঠে হেড করে জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। আগের ম্যাচে হ্যাটট্রিকের পর এই লক্ষ্যভেদে ২ ম্যাচেই রোনালদোর গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪-এ।

যাতে নতুন এক রেকর্ডও গড়লেন তিনি। ইউরোপের আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। মরক্কোর বিপক্ষে লক্ষ্যভেদ করে হাঙ্গেরিয়ার কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে (৮৫) ছাড়িয়ে যান ৮৫ গোল করে।

শেষ পর্যন্ত ওই গোলটাই পর্তুগালকে এনে দিয়েছে ৩ পয়েন্ট। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে বসেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ইরান এক ম্যাচে পেয়েছে ৩ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে স্পেন রয়েছে তিন নম্বরে। আর দুই ম্যাচে পয়েন্টহীন মরক্কোর শেষ হয়ে গেছে বিশ্বকাপ।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়