X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোতে চোখ রেখে পেরুর মুখোমুখি ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৮, ১৪:০৭আপডেট : ২১ জুন ২০১৮, ১৪:৩১

অনুশীলনে ফ্রান্সের খেলোয়াড়রা ৩৬ বছর পর বিশ্বকাপে ফিরে পেরু দারুণ খেলেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় তারা ডেনমার্কের কাছে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েও অসন্তুষ্টির বাতাস বইছে ফ্রান্সের ক্যাম্পে। আজ ইকাতেরিনবার্গ অ্যারেনায় তাদের প্রতিপক্ষ জয়ের জন্য ক্ষুধার্ত পেরু। ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা ফ্রান্স শেষ ষোলোতে চোখ রেখে মোকাবিলা করবে দক্ষিণ আমেরিকান দলকে।

‘সি’ গ্রুপে আজকের এই দ্বিতীয় ম্যাচটি রাত ৯টায় সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাগরিক, মাছরাঙা, সনি টেন ২ ও টেন ৩।

১৯৮২ সালের পর প্রথমবার সাক্ষাৎ হচ্ছে ফ্রান্স ও পেরুর। ওই বছরের এপ্রিলে পার্ক ডি প্রিন্সেসে স্বাগতিকদের ১-০ গোলে হারায় পেরুভিয়ানরা। ৩৬ বছর আগের জয় আত্মবিশ্বাসী না করলেও অনুপ্রেরণা খুঁজে নিতে পারে তারা। তবে ‘হেভিওয়েট’ এই ম্যাচে ফ্রান্সকে হারাতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে পেরু থেকে রাশিয়ায় আসা ৪০ হাজার সমর্থক।

পেরুর ফরোয়ার্ড রাউল রুইদিয়াস বলেছেন, ‘সারানস্কতে আমাদের জাতীয় সংগীতের সময় গ্যালারিতে দেশের মানুষের ভালোবাসা-আবেগ ছিল চমৎকার। আমরা জানি আমাদের দেশের মানুষের কাছে বিশ্বকাপের মানে কী। আমরা যখনই মাঠে যাই, তখন আমরা সর্বোচ্চটা দিয়ে আসি।’

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেষবার অনুশীলনে পেরু আগেই বিদায়ের খবর না শুনতে হলে অন্তত একটি পয়েন্ট আদায় করতেই হবে পেরুকে। প্রথম ম্যাচে সুযোগ নষ্ট করা ও পেনাল্টি মিস করার মতো পরিস্থিতির মুখোমুখি এবার আর হতে চায় না তারা। দলের লেফট ব্যাক মিগুয়েল ত্রাউসো বলেছেন, ‘যে কারণে হেরেছি আমরা, সেগুলো ঠিক করতে হবে। আমাদের সবচেয়ে বড় আত্মবিশ্বাস হলো, আমরা ভালো ফুটবল খেলি এবং যেকোনও দলের সমান লড়াই করতে পারি।’

এদিকে ফ্রান্স ক্যাম্পে প্রথম ম্যাচ নিয়ে ‘বিভক্তি’। একদিকে অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ অনুভূতি, আরেক দিকে নিজেদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি। ২০১০ সালে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর থেকে বিশ্বকাপ গ্রুপ পর্বে টানা অজেয় দলটি এবার আত্মতৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে চায়। পরিসংখ্যান কিন্তু তাদের পক্ষে। শেষবার তারা বিশ্বকাপে কোনও দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের কাছে হেরেছিল ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিপক্ষে। ৭ ম্যাচ খেলে ৩ জয় ও ৪ ড্র করেছে তারা কোনও দক্ষিণ আমেরিকার দলের সঙ্গে।

ম্যাচটি জিতলে ফ্রান্স এক পা দিয়ে রাখবে শেষ ষোলোতে। তবে দিনের আগের ম্যাচে ডেনমার্ক অস্ট্রেলিয়াকে হারালে পেরুর বিপক্ষে জয় সুনিশ্চিত করবে ফ্রান্সের নকআউট পর্বের টিকিট। তখন ডেনিসদের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোতে উঠবে ফরাসিরা।

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…