X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হতাশার হারে আর্জেন্টিনার যত লজ্জা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৮, ১২:২০আপডেট : ২২ জুন ২০১৮, ১৩:১৬

হতাশার হারে আর্জেন্টিনার যত লজ্জা অনেক সংগ্রাম করে বাছাই উতরে গেলেও বুকভরা স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে রাশিয়াতে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু আইসল্যান্ডের সঙ্গে ড্র করার পর তাদের হারিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দিলো ক্রোয়েশিয়া। ৬০ বছরের মধ্যে এত বাজে সূচনার অভিজ্ঞতা বিশ্বকাপে হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ৩-০ গোলে ক্রোয়েটদের কাছে হেরে হতাশার কয়েকটি পরিসংখ্যান লিখল আর্জেন্টিনা:

৬৪৭- যাকে নিয়ে সবচেয়ে বেশি ভরসা আর্জেন্টিনার, সেই লিওনেল মেসি বিশ্বকাপে গোল পাননি ৬৪৭ মিনিট। এই সময়ের মধ্যে রাশিয়া বিশ্বকাপের শেষ দুটি ম্যাচও অন্তর্ভুক্ত। তার শেষ বিশ্বকাপ গোল ছিল ২০১৪ সালে গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করেন তিনি। তারপর ব্রাজিল বিশ্বকাপে চারটি নকআউট ম্যাচ খেলেছেন মেসি, যার মধ্যে তিনটি গেছে অতিরিক্ত সময়ে। কিন্তু পাননি গোলের দেখা। এবারের বিশ্বকাপে দুটি ম্যাচ খেললেও হতাশ থাকতে হলো তাকে।

২৭০.৮- সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার জার্সিতে মেসির গড় গোল এসেছে প্রতি ৯৩.৩ মিনিটে। কিন্তু বিশ্বকাপে সেই হার তিনগুণ বেশি। বিশ্ব আসরে তার গোল এসেছে প্রত্যেক ২৭০.৮ মিনিটে। রাশিয়ায় তিনি শট নিয়েছেন ১২টি, কিন্তু গোল পাননি। ক্রোয়েশিয়ার বিপক্ষে তার শট মাত্র ১টি, প্রতিপক্ষের পেনাল্টি বক্সে দুইবার বলে পা লাগাতে গিয়েও পাননি লক্ষ্যের দেখা।

১১- বিশ্বকাপের ১১ আসর পর প্রথমবার আর্জেন্টিনা ব্যর্থ হলো তাদের প্রথম দুই ম্যাচ জিততে। ১৯৭৪ সালে তারা ৩-২ গোলে হেরেছিল পোল্যান্ডের কাছে, তারপর ইতালি ১-১ গোলে রুখে দেয় তাদের। তারপর থেকে প্রত্যেক বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের অন্তত একটি জিতেছে তারা। এই সময়ে কেবল একবার গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা, ২০০২ সালে।

৬০- বিশ্বকাপের গ্রুপ পর্বে ৬০ বছরে প্রথমবার এত বড় ব্যবধানে হারল আর্জেন্টিনা। ১৯৫৮ সালে চেকোস্লোভিয়ার কাছে ৬-১ গোলে গ্রুপ ম্যাচে হেরেছিল তারা। ওইবার বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার গ্রুপ পর্বে ছিটকে গিয়েছিল আর্জেন্টাইনরা। যেই তেতো স্বাদ তারা পেয়েছে কেবল আর দুইবার- ১৯৬২ ও ২০০২ সালে। ইএসপিএনএফসি

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!