X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নারী ক্রিকেটারদের ‘মিশন ইউরোপ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৮, ১৮:৪৭আপডেট : ২৩ জুন ২০১৮, ১৮:৫৪

ইউরোপ সফরে যাচ্ছে নারী ক্রিকেট দল বেশ দীর্ঘ সফরে ইউরোপ যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে আয়ারল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি খেলবেন রুমানা-সালমারা। এরপর নেদারল্যান্ডসে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে। আয়ারল্যান্ডের পথে ক্রিকেটারদের বিমান রওনা হবে রবিবার রাত একটা ৪০ মিনিটে।  

সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের শিরোপা জিতে দারুণ আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে অলরাউন্ডার রুমানা আহমেদ জানালেন, ‘আমরা বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে  চাই। বাছাই পর্ব শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবো। আশা করি, ওখানে খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো।’

আয়ারল্যান্ডে ম্যাচ তিনটি হবে ২৮ ও ২৯ জুন এবং ১ জুলাই। ২০১৬ সালে আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিল (অন্য ম্যাচ পরিত্যক্ত) বাংলাদেশ। তবে এবার সাফল্য পেতে আত্মবিশ্বাসী রুমানা, ‘ক্রিকেটে কিছুই বলা যায় না। আয়ারল্যান্ডে এখন ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের জন্য বেশ ঠাণ্ডা। আমাদের আবহাওয়ার সঙ্গে সবার আগে মানিয়ে নিতে হবে। আমরা আত্মবিশ্বাসী, এশিয়া কাপের সাফল্য ইউরোপেও ধরে রাখতে পারবো।’

আয়ারল্যান্ড সিরিজ শেষে ২ জুলাই নেদারল্যান্ডসে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। ৫ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। ৭ জুলাই শুরু হতে যাওয়া বাছাইপর্বের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, সংযুক্ত আরব আমিরাত এবং স্বাগতিক নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপের চার দল  আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং উগান্ডা। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে সেমিফাইনালে। ফাইনালের দুই দল আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

এশিয়া কাপের দলে থাকা জান্নাতুল ফেরদৌস সুমনা ইউরোপ সফরের দলে সুযোগ পাননি। তবে স্ট্যান্ডবাই হিসেবে আছেন তিনি।  

১৪ সদস্যের নারী দল:  

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম।

স্ট্যান্ডবাই : জান্নাতুল ফেরদৌস, লতা মণ্ডল, মুর্শিদা খাতুন, সীরা আজমিন।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা