X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পোল্যান্ডকে বিদায় করে টিকে থাকলো কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, ০১:৫৫আপডেট : ২৫ জুন ২০১৮, ০২:১৫

বিশ্বকাপে নিজের প্রথম গোল করে উচ্ছ্বাসে ভাসলেন ফ্যালকাও ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা কলম্বিয়া ঘুরে দাঁড়ালো। বিশ্বকাপের গত ৯ ম্যাচে মাত্র ২টি জয় পাওয়া পোল্যান্ডকে হারিয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা। রবিবার ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে জিতেছে কলম্বিয়া। এই হারে ২০০৬ সালের পর বিশ্বকাপে ফেরা পোলিশ টানা তৃতীয়বার গ্রুপ পর্বেই বিদায় নিলো। 

জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল কলম্বিয়া। একই ব্যবধানে সেনেগালের কাছে হারে পোল্যান্ড। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাজান অ্যারেনায় রবিবার মুখোমুখি হয়েছিল দুই দল। দারুণ এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে জাপান ও সেনেগালের সঙ্গে নকআউটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো কলম্বিয়াও। আগামী ২৮ জুন সামারায় তারা খেলবে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা সেনেগালকে। আর ওইদিনই ভোলগোগ্রাদে জাপান খেলবে পোল্যান্ডকে।

দুটি গোলে অবদান রেখেছেন রোদ্রিগেস ফিটনেস ইস্যুতে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না হামেস রোদ্রিগেস। গতবারের গোল্ডেন বুট জয়ীকে এদিন শুরুতেই রাখলেন হোসে পেকেরম্যান। তার সুফলও কলম্বিয়া কোচ পেলেন হাতেনাতে। প্রথম ও তৃতীয় গোলে দারুণ অবদান রেখেছেন রোদ্রিগেস। প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশটি শেষ অর্ধে পোলিশদের আর ফিরতে দেয়নি।

১২ বছর পর বিশ্বকাপে ফেরা পোল্যান্ডের প্রাণভোমরা রবার্ট লেভানদোস্কিকে এদিন কড়া নজরে রেখেছিলেন কলম্বিয়ান ডিফেন্ডাররা। তাই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি পোলিশ অধিনায়ক। উল্টো তার দলকে চেপে ধরে কলম্বিয়া।

দারুণ হেডে কলম্বিয়াকে এগিয়ে নেন মিনা যদিও গোলের দেখা পেতে বেশ সময় লেগেছে। ৪০ মিনিটে কাজানের গ্যালারি হলুদ উচ্ছ্বাসে মেতে ওঠে। কর্নার থেকে রাদামেল ফ্যালকাওয়ের ছোট পাস হুয়ান কুয়াদরাদো দেন বক্সে দাঁড়ানো রোদ্রিগেসকে। বায়ার্ন মিউনিখের তারকা পোলিশ ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে বল তুলে দেন। মাপা ক্রস থেকে চমত্কার হেডে উচেখ শেজনিকে পরাস্ত করেন ইয়েরি মিনা। বার্সেলোনায় যোগ দেওয়া এই সেন্টার ব্যাকের শক্তিশালী হেডে এগিয়ে যায় কলম্বিয়া।

১-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া কলম্বিয়া দ্বিতীয়ার্ধে আরও দাপট দেখায়। ৫২ মিনিটে কুয়াদরাদোর পাসে ১৬ গজ দূর থেকে লক্ষ্যে শট নেন ফ্যালকাও। কিন্তু বল খুঁজে পায়নি ঠিকানা। অবশেষে ৭০ মিনিটে দারুণ চেষ্টায় বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন কলম্বিয়ার অধিনায়ক। হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর পাস থেকে পোলিশ রক্ষণ চিড়ে দ্রুত ডিবক্সে ঢুকে পড়েন ফ্যালকাও। তারপর ডান পায়ের শটে গোলপোস্টের বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি।

পোল্যান্ডের কফিনে শেষবার পেরেক ঠুকলেন কুয়াদরাদো আবারও রোদ্রিগেস জাদুতে এগিয়ে যায় কলম্বিয়া। ৭৫ মিনিটে ডানপ্রান্ত থেকে মাঝমাঠে তিনি বল পাঠান কুয়াদরাদোর কাছে। এই অ্যাটাকিং মিডফিল্ডার এক দৌড়ে ঢুকে পড়েন পোল্যান্ডের বক্সে, তারপর জালের ডানদিক দিয়ে লক্ষ্যভেদ করেন।

হাতে ১৫ মিনিট সময় পেলেও পোল্যান্ড ম্যাচে ফিরতে পারেনি। ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপের মতো এবারও গ্রুপ থেকে বিদায় নিতে হয় দুইবারের সেমিফাইনালিস্টদের।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা