X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে নেমে পেনাল্টিও ঠেকালেন!

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, ২১:৩৫আপডেট : ২৫ জুন ২০১৮, ২১:৫৫

পেনাল্টি ঠেকিয়ে দিলেন এসাম এল হাদারি বয়স যে শুধু একটি সংখ্যা, আর কেউ মানুক আর না মানুক, এসাম এল হাদারি কিন্তু তা প্রমাণ করে চলেছেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মিশরীয় এই গোলরক্ষক। ৪৫ বছর বয়সে বিশ্বকাপে নেমে বয়সের দিক থেকে তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে।

গোলবারের নিচে দাঁড়িয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিলেন পেনাল্টি ঠেকিয়ে! বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের ইতিহাসে এত বয়সী কোনও গোলরক্ষকের পেনাল্টি ঠেকানোর রেকর্ড নেই। তাই একই দিনে দুটো ইতিহাসে নাম লেখালেন মিশরীয় গোলরক্ষক।

সৌদি আরবের বিপক্ষে সোমবার মিশরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন এসাম। তাতেই সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলার রেকর্ডটা নিজের করে নেন তিনি। কলম্বিয়ান গোলরক্ষক ফারিদ মনদ্রাগোন ৪৩ বছর ৩ দিন বয়সে বিশ্বকাপে নেমে রেকর্ডের মালিক হয়েছিলেন ব্রাজিলের আসরে। তবে এবারের বিশ্বকাপে সেই রেকর্ডটা ভেঙে দিলেন এসাম ৪৫ বছর ৫ মাস ১০ দিন বয়সে ফুটবল মহাযজ্ঞে খেলে।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে পেনাল্টিও ঠেকালেন তিনি। মোহাম্মদ সালাহর লক্ষ্যভেদে মিশর এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরার দারুণ সুযোগ পায় সৌদি আরব। ৪১ মিনিটে পেনাল্টি পায় এশিয়ার দেশটি। কিন্তু এসামকে ফাঁকি দিতে পারেননি ফাহাদ আল-মুওয়াল্লাদ। সৌদি ফরোয়ার্ডকে হতাশ করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী গোলরক্ষক হিসেবে পেনাল্টি ঠেকান মিশরের গোলরক্ষক। তবে বিরতিতে যাওয়ার আগেই অবশ্য সৌদি আরবের নেওয়া দ্বিতীয় পেনাল্টি প্রতিহত করতে পারেননি তিনি।

১৯৯৩ সালে পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরু করা এসামের জাতীয় দলে অভিষেক ১৯৯৬ সালে। এরপর পাঁচবার বিশ্বকাপ বাছাই খেলে এবার সুযোগ হয়েছে তার মূল পর্বে। ফুটবল মহাযজ্ঞে নামার স্বপ্নটাও তার পূরণ হয়ে গেছে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়ে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা