X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের বিদায়ে বাংলাদেশেও দুঃখের ঢেউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৮, ১৭:১১আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৭:৫৭

জায়ান্ট স্ক্রিনে প্রিয় দলের খেলা দেখে হতাশ ব্রাজিল ভক্তরা হেক্সা মিশন নিয়ে রাশিয়ার মাটিতে পা রেখেছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের বিদায়ে ব্যথিত বাংলাদেশের সমর্থকরা।

পরিবহন ব্যবসায়ী কে এম রাজিব আজহার ব্রাজিলের হারে ভীষণ কষ্ট পেয়েছেন। তার কথা, ‘সমর্থন করলে কষ্ট পেতে হবে, এটাই তো স্বাভাবিক। অবশ্যই খারাপ খেলেছে বলে দল হেরেছে। তবে ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপ শেষ বলবো না,  বাকি ম্যাচগুলো দেখবো। চার বছর পর আসা বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে চাই। কে চ্যাম্পিয়ন হয়, সেটাই দেখার অপেক্ষায়।’

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া রেজাও মর্মাহত। প্রিয় দলের বিদায়ে যেন হৃদয়ে রক্তক্ষরণ চলছে তার। নেইমার ভক্ত সুমাইয়া বললেন, ‘ব্রাজিল হেরে যাওয়ায় ভীষণ কষ্ট পেয়েছি। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যাবে না। ব্রাজিলের ডিফেন্স খারাপ ছিল বলেই হেরেছে। নেইমাররা অবশ্য চেষ্টা করেছে, অনেক গোলের সুযোগ পেয়েছে। সেগুলো কাজে লাগাতে পারলে জিততে পারতো। এখন আফসোস করা ছাড়া আর কী করার আছে!’

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা মুশফিকুর রহমানও হতাশ। তবে হেরে গেলেও ব্রাজিলের খেলা ভালো লেগেছে তার, ‘ব্রাজিল অনেক ভালো খেলেছে, শুধু গোল পায়নি। আত্মঘাতী গোলটা না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। ব্রাজিল বিদায় নিলেও বিশ্বকাপের খেলা দেখা বন্ধ করবো না। অন্যরা তো ভালো খেলছে।’

গার্মেন্টস কর্মকর্তা নাজির হাসান রনির কাছে বিশ্বকাপের আকর্ষণ শেষ, ‘আর্জেন্টিনার বিদায়ে বিশ্বকাপ অর্ধেক শেষ হয়েছিল, ব্রাজিলের বিদায়ে বাকি অর্ধেকও শেষ। এখন আর কেউ দুই জনপ্রিয় দল নিয়ে কথা বলার সুযোগ পাবে না।’

সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের কণ্ঠেও একই কথা। তার মতে, ‘আর্জেন্টিনার বিদায়ে বাংলাদেশে অর্ধেক ফুটবল জ্বর কমে  গিয়েছিল। ব্রাজিলকে ঘিরে আশা ছিল, কিন্তু তারাও পারলো না। এখন দেশে আর ফুটবল জ্বর নেই, সব উত্তেজনা শেষ।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা