X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুইজারল্যান্ডে রোমান সানার সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ২১:৪১আপডেট : ১০ জুলাই ২০১৮, ২১:৫৪

সুইজারল্যান্ডে সাফল্যের স্মারক হাতে রোমান সানা বাংলাদেশের প্রথম আর্চার হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে রোমান সানা এখন সুইজারল্যান্ডে। সেখানে ওয়ার্ল্ড আর্চারি এক্সেলেন্স সেন্টারে দীর্ঘমেয়াদে অনুশীলন করছেন তিনি। ২০২০ টোকিও অলিম্পিকের আগ পর্যন্ত অনুশীলনের সুযোগ পাওয়া রোমান স্থানীয় একটি প্রতিযোগিতায় দারুণ সাফল্য পেয়েছেন, জিতে নিয়েছেন স্বর্ণপদক।

গত ১৮ জুন সুইজারল্যান্ডের লুজানে অনুশীলন শুরু করেন রোমান। দুই সপ্তাহ অনুশীলন শেষে চ্যালেঞ্জ ডি লুজান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। আটটি দেশের ২১ জন আর্চারের লড়াইয়ে রোমান ৬৭৯ পয়েন্ট স্কোর করে রিকার্ভ ইভেন্টে শিরোপা জিতেছেন।

প্রতিযোগিতার আগে কেউ কেউ রোমানকে পাত্তা দিতে চায়নি। তাদের অবজ্ঞার জবাব দিয়েছেন স্বর্ণপদক জিতে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘সুইজারল্যান্ডের প্রতিযোগিতার শুরুতে আমাকে অনেকেই পাত্তা দিতে চায়নি।  তারা হয়তো ভেবেছিল, বাংলাদেশের একজন প্রতিযোগী কত দূরই বা যেতে পারবে! কিন্তু দক্ষিণ কোরিয়ান কোচ আমাকে ভরসা দিয়েছিলেন। শেষ পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে লড়েই আমি সেরা হয়েছি।’

লুজানে নতুন নতুন টেকনিকের সঙ্গে পরিচিত হচ্ছেন দেশসেরা আর্চার রোমান। আবাসিক কোচ হিসেবে দক্ষিণ কোরিয়ার জিয়াং কেং সুকে পেয়ে তিনি আশাবাদী, ‘আমার লক্ষ্য, টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করে ভালো ফল করা। আশা করি, অলিম্পিকে জায়গা করে নিতে পারবো।’

লুজানে প্রথম দফা অনুশীলন শেষে ১৬ জুলাই জার্মানির বার্লিনে শুরু হতে যাওয়া আর্চারি বিশ্বকাপে অংশ নেবেন রোমান। এরপর দেশে ফিরে প্রস্তুত হবেন এশিয়ান গেমসের জন্য। ইন্দোনেশিয়ায় এশিয়াড শেষে ফিরে যাবেন লুজানে। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান