X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নতুন ম্যাচ, নতুন দিন বলেই আশাবাদী সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১২:১৭আপডেট : ১২ জুলাই ২০১৮, ১২:১৭

নতুন ম্যাচ, নতুন দিন বলেই আশাবাদী সাকিব অ্যান্টিগাতে বাজে ব্যাটিংয়ে হারের দগদগে ক্ষত এখনও সেরে ওঠেনি। সেটা সারিয়ে তোলার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার রাতে জ্যামাইকার স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণের পর ঘুরে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ? ম্যাচ নতুন, দিনটাও; আর সেটাই আশাবাদী করে তুলছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে।

শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে জ্যামাইকা টেস্টে বাংলাদেশ চালকের আসনে বসবে প্রত্যাশা বাঁহাতি অলরাউন্ডারের। দ্বিতীয় ও শেষ টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আশার বাণী শোনালেন সাকিব, ‘অ্যান্টিগার স্মৃতি ভুলে ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী। সবাই জানে আমরা আগের ম্যাচে ভালো করিনি। কিন্তু আগামীকাল (বৃহস্পতিবার) নতুন ম্যাচ, নতুন দিন। আমরা এই ম্যাচটি খেলতে মুখিয়ে আছি। আশা করি ভুলগুলো শুধরে নিজেদের প্রমাণ করতে পারবো।’

অ্যান্টিগা ও জ্যামাইকার উইকেটের অনেক মিল। তাই এই টেস্টেও ক্যারিবিয়ান পেসারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হবে। বিষয়টি ভালো করেই জানেন সাকিব।

যদিও এত কিছু না ভেবে প্রতিটি সেশন আলাদা করে জেতার স্বপ্ন দেখছেন অধিনায়ক। ম্যাচের বেশির ভাগ সেশন নিজেদের করে নিতে পারলে জেতা সম্ভব জানালেন সাকিব, ‘ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা খেলাটা কীভাবে শুরু করি সেটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং কিংবা বোলিং যেটাই করি না কেন, আমাদের শুরুটা ভালো করতে হবে। শুরুর ধারাটা আমাদের ধরে রাখতে হবে। পাঁচ দিনের খেলা, আমাদের বেশির ভাগ সেশন নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। তাহলেই আমরা ম্যাচটা জিততে পারবো। ’

আগের টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। এই হতাশা ঝেড়ে ফেলে শেষ ম্যাচে পারফরম্যান্সের উন্নতি করতে চান সাকিব, ‘স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচের ফলাফল খুবই হতাশাজনক। আমরা জানতাম ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। তবে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ছিল না। অবশ্যই আমাদের পারফরম্যান্সে উন্নতি করতে হবে। সবাই মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিতে।’

উইকেট যেমনই হোক না কেন। এইসব নিয়ে বাড়তি ভাবনা না ভেবে দ্রুত মানিয়ে নেওয়ার কাজটা করতে চান সাকিব, ‘আমি মনে করি এখানে (জ্যামাইকা) একটু বেশি গতি ও বাউন্স থাকবে। অ্যান্টিগার তুলনায় এখানে ধারাবাহিক বাউন্স প্রত্যাশা করছি। আমি মনে করি উইকেট যথেষ্ট সতেজ হবে। আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি তাহলে ভালো করা সম্ভব, সেটা আগে ব্যাট কিংবা বোলিং করেই হোক। আমাদের উইকেটের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া