X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় সেশনে ব্র্যাথওয়েটের প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৮, ০১:৪৮আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০২:১৯

ব্র্যাথওয়েটের প্রতিরোধ টসে জিতে পুরো সুযোগটা কাজে লাগিয়েছেন সাকিব আল হাসান। শুরুতে আক্রমণে রাহীকে আনলেও পরে স্পিনার দিয়ে কৌশল পাল্টান। লাঞ্চের আগে বাংলাদেশের পাওয়া দুটি উইকেটই ছিল মেহেদী হাসান মিরাজের। চমৎকার বোলিংয়ে শুরু থেকে তিনি চেপে ধরেন ওয়েস্ট ইন্ডিজকে। ধীরগতির ব্যাটিংয়ে লাঞ্চের আগে ক্যারিবিয়ানরা করে ২ উইকেটে ৭৯ রান। যদিও দ্বিতীয় সেশনে আরও প্রতিরোধ দিয়ে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ ওভারে ১ উইকেটের বিনিময়ে আসে ৮৫ রান।

দুই সেশন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ব্যাট করছেন ৮১ রানে, আর শিমরন হেটমেয়ার অপরাজিত আছেন ১৩ রানে।

আবু জায়েদ রাহীর পর বল হাতে নেওয়া সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ কঠিন পরীক্ষা নেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। সাফল্য পেতে সময় নেননি। নবম ওভারের প্রথম বলে বাংলাদেশকে উইকেট এনে দেন মিরাজ। এই স্পিনারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন আগের টেস্টের হাফসেঞ্চুরিয়ান ডেভন স্মিথ। মুমিনুল হকের হাতে ধরা পড়ার আগে তিনি করেন ২ রান।

আরেক ওপেনার ব্র্যাথওয়েট অবশ্য শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন কিয়েরন পাওয়েলকে নিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫০ রান। শেষ পর্যন্ত জুটিটা ভাঙেন মিরাজ। এই স্পিনারের বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন পাওয়েল ২৯ রান করে।

উইকেটের বাড়তি বাউন্স ও ঘূর্ণিতে এই সেশনে স্পিনারদের খেলতে হিমশিম খেতে হয়েছে ক্যারিবীয়দের। যদিও দ্বিতীয় সেশনে ছিল এর বিপরীত চিত্র। পেসারদের পেয়ে হাত খুলে খেলতে শুরু করেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ধীরে ধীরে পূরণ করেন ১৮তম হাফসেঞ্চুরি।

শাই হোপকে নিয়ে প্রতিরোধ গড়তে থাকেন। তাদের প্রতিরোধ পোক্ত হওয়ার পথে ভুল করে বসেন হোপ। পা বাড়িয়ে তাইজুলের বল খেলতে গিয়েছিলেন। বল লাফিয়ে ওঠে গ্লাভস ছুঁয়ে। সঙ্গে সঙ্গে লাফিয়ে এসে পেছন থেকে দুর্দান্ত ক্যাচ লুফে নেন নুরুল হাসান সোহান। এই জুটিতে আসে ৭৯ রান।

এর আগে ৫৫তম ওভারে শাই হোপের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেছিলেন মাহমুদউল্লাহ। আম্পায়ার নাকচ করেছিলেন। রিভউ নিলে দেখা যায় বলে ছিল অফ স্টাম্পের অনেক বাইরে।

ক্যারিবিয়ান সফরের শুরুটা বাজে হয়েছে বাংলাদেশের। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচটি তারা হেরেছে ইনিংস ও ২১৯ রানে। সিরিজে ফেরার লড়াইয়ে দ্বিতীয় টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ