X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় দিন ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৮, ১৬:০৮আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৬:০৮

দ্বিতীয় দিন ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ ক্রেইগ ব্র্যাথওয়েটের দৃঢ় ব্যাটিংয়ে প্রথম দিনটা ভালো শুরু করেও হতাশায় শেষ করেছে বাংলাদেশ। ৪ উইকেটে ২৯৫ রান নিয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সকালে খেলতে নামবে ‍উইন্ডিজ। ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ দ্রুত প্রতিপক্ষকে গুটিয়ে দিতে চায়।

প্রথম দিন ৩ উইকেট নিয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এলেন এই স্পিনার। জানালেন দ্বিতীয় দিনের পরিকল্পনা, ‘কালকে (শুক্রবার) আমাদের লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কম রানে তাদের অলআউট করা। এখন পর্যন্ত সব কিছুই ঠিক হচ্ছে, ভালো জায়গায় বল হচ্ছে সবার। দুর্ভাগ্যবশত পেসাররা আজ (বৃহস্পতিবার) বেশি ওভার বল করার সুযোগ পায়নি। উইকেটটা স্পিনারদের জন্য বেশি সহায়ক ছিল। আশা করি কাল আমাদের বোলাররা তাদের সর্বোচ্চটা দিয়ে দ্রুত ৬ উইকেট তুলে নেবে।’

ম্যাচে ফিরতে প্রথম সেশনেই ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের চেপে ধরতে হবে মনে করছেন মিরাজ। বোলাররা লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করতে পারলে সেটা সম্ভব বললেন তিনি, ‘আমাদের প্রথম পরিকল্পনা থাকবে, রান আটকে রাখা। তিনশ’র মতো রান হয়ে গেছে। রান আটকে রেখে উইকেট বের করাটা আমাদের লক্ষ্য থাকবে। উইকেটে থেকে স্পিনাররা এখনও সাহায্য পাচ্ছে। বোলাররা লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করতে পারলে দ্রুত অলআউট করা সম্ভব।’

স্যাবাইনা পার্কের সবুজ ঘাসের উপস্থিতি ছিল যথেষ্ট। যদিও এই ঘাসের উইকেটে বাংলাদেশের পেসাররা গতির ঝড় তুলতে পারেননি। আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে সাজানো পেস আক্রমণ প্রথম সেশনে মাত্র একটি করে ওভার করতে পেরেছে। সেই দুটি ওভার মেডেন হলেও সাকিব আল হাসান ভরসা রেখেছেন তার স্পিনারদের ওপরই।

আস্থার প্রতিদান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেটই নিয়েছেন স্পিনাররা। মিরাজের ৩ উইকেট, তাইজুল ইসলাম ১টি। উইকেট নিয়ে মিরাজের বক্তব্য, ‘আজকের উইকেট আসলে টার্নিং ছিল। পাশাপাশি একটু স্লো ছিল! আমরা স্পিনাররা চেষ্টা করেছি লাইন-লেন্থে বোলিং করতে। দুর্ভাগ্যবশত প্রথম সেশনে দুটি উইকেট পেয়েছি। প্রথম সেশনে আরও দুটি উইকেট বের করতে পারলে আরও ভালো হতো। তারপরও সব মিলিয়ে আমার কাছে মনে হয় দিনটা মোটামুটি ভালো গেছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়