X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার স্পিনে দক্ষিণ আফ্রিকার ভরাডুবি

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৭:৫৩আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৭:৫৩

হেরাথ উদযাপন করেছেন দুইবার ২০১৫ সালের ভারত সফরের ভূত যেন চেপে বসেছে দক্ষিণ আফ্রিকার ঘাড়ে। গলে টেস্টে শ্রীলঙ্কার মাটিতে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। ২৮৭ রান করা লঙ্কানরা সফরকারীদের গুটিয়ে দিয়েছে ১২৬ রানে। তাতে ১৬১ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দ্বিতীয় দিনের খেলা শ্রীলঙ্কা শেষ করেছে ৪ উইকেটে ১১১ রানে।

দ্বিতীয় দিন শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতেই। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হাতে রেখে ২৭২ রানে এগিয়ে আছে তারা।

১ উইকেট হারিয়ে ৪ রানে শুক্রবার খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের ১০ ব্যাটসম্যানের ৭ জনই শ্রীলঙ্কার স্পিনারদের শিকার। মাত্র চার ব্যাটসম্যান ‍দুই অঙ্কের ঘরে পৌঁছান। আর অধিনায়ক ফাফ দু প্লেসি (৪৯) কেবল করেছেন ২০ রানের বেশি।

দিলরুয়ান পেরেরা ছিলেন সবচেয়ে এগিয়ে ভারনন ফিল্যান্ডারের সঙ্গে সপ্তম উইকেটে দু প্লেসি ৬৪ রান যোগ না করলে অবস্থা আরও খারাপ হতে পারতো। সকালের সেশন তারা শেষ করে ৫১ রানে ৬ উইকেট হারিয়ে। আর শেষ ৪ উইকেট তারা হারায় ১১ রানের ব্যবধানে।

দিলরুয়ান পেরেরা সবচেয়ে বেশি ৪ উইকেট নেন। দুটি পান রঙ্গনা হেরাথ। আরেক স্পিনার লাকশান সান্দাকান পেয়েছেন এক উইকেট। স্পিনারদের দাপটের দিনে সুরাঙ্গা লাকমল শেষ ৩ উইকেট নিয়েছেন টানা তিন ওভারে।

বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দিমুথ করুনারত্নে ৫১ রানের জুটি গড়েন দানুশকা ‍গুনাতিলাকার সঙ্গে। তারপর কেশব মহারাজের বাঁহাতি স্পিনে বিপদে পড়ে স্বাগতিকরা। ৪১ রানের ব্যবধানে ৪ উইকেট তুলে নেয় প্রোটিয়ারা।

মহারাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। তবে করুনারত্নের গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। ৬০ রান করেন করুনারত্নে। অ্যাঞ্জেলো ম্যাথুস ১৪ ও রোশেন সিলভা ১০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া