X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২০২২ ফুটবল বিশ্বকাপ ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১২:২৮আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১২:৩২

২০২২ ফুটবল বিশ্বকাপ ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ঘোষণা এলো ২০২২ বিশ্বকাপ সূচির। ফুটবল মহাযজ্ঞের প্রথা ভেঙে জুন-জুলাইয়ের বদলে কাতারের আসর বসবে নভেম্বর-ডিসেম্বরে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ২০২২ সালের ২১ নভেম্বর বিশ্বকাপ শুরু হয়ে পর্দা নামবে ১৮ ডিসেম্বর।

২০১৮ বিশ্বকাপ শেষ পর্যায়ে। রবিবার ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনাল দিয়ে পর্দা নামতে যাওয়া রাশিয়ার আসর শেষের আগেই সামনের বিশ্বকাপ সূচির চূড়ান্ত ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। জুন-জুলাইয়ে কাতারের গরম আবহাওয়ায় বিশ্বকাপ আয়োজন যে সম্ভব নয়, সেটা এশিয়ার দেশটি আয়োজক নির্বাচিত হওয়ার পর থেকেই চলেছে আলোচনা। তাই কাতারের বিশ্বকাপের সূচি যে পাল্টে যাচ্ছে, সেটা একরকম নিশ্চিতই ছিল।

শুক্রবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হওয়ায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সূচিও পাল্টে যাবে। সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে, কাতারে খেলা হবে ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। লিগগুলোকে জানিয়ে দেওয়া হবে এবং তাদের ক্যালেন্ডারের সঙ্গে এই সূচি মানিয়ে নিতে হবে।’

শুধু সূচি পাল্টে যায়নি, বিশ্বকাপের সময়সীমাও কমে এসেছে। এবারের বিশ্বকাপ যেখানে ৩২ দিনের আসর, সেখানে কাতারের বিশ্বকাপ শেষ হবে ২৮ দিনে। ২০২২ সালের আসরই হতে যাচ্ছে ৩২ দেশের সবশেষ বিশ্বকাপ। কারণ ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো তিন দেশের আয়োজনে বিশ্বকাপ হবে ৪৮ দলের। যদিও কাতারের বিশ্বকাপেও দল বাড়তে পারে, কারণ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া