X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৮, ২৩:৪৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ০১:০৭

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ টানা তৃতীয়বার টি-টিায়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক হিসেবে ২০১৪ সালে অংশ নিয়েছিল তারা। তবে ২০১৬ সালের মতো এবারও নিজ নিজ যোগ্যতা দিয়ে মূল পর্বে সুযোগ খেলবে তারা। বাছাইয়ের শীর্ষ দল হয়ে বিশ্বকাপের প্রথমদিনই বাংলাদেশ মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।

বিশ্বকাপ বাছাই পর্বে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছে বাংলাদেশের মেয়েরা। ৫ ম্যাচের সবগুলোতেই প্রতিপক্ষকে কোণঠাসা করে জিতেছে তারা। শনিবার আইরিশদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হওয়ার আগের একটি পুরানো হিসেব ছিল সালমাদের সামনে। দুই বছর আগে ব্যাংককে বাছাইপর্বের ফাইনালে আইরিশদের কাছে ২ উইকেটে হেরে রানার্সআপ হয়ে বিশ্বকাপে অংশ নিতে হয়েছিল বাংলাদেশকে। প্রতিশোধের ম্যাচে আইরিশদের উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সালমারা। তাতেই বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজে ৯ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। আর ২৪ নভেম্বর ফাইনাল। এবারের আসরে অ্যান্টিগা, সেন্ট লুসিয়া ও গায়ানায় সব মিলিয়ে ম্যাচ হবে ২৩টি।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ষষ্ঠ আসরে অংশ নিচ্ছে ১০টি দল। র‌্যাংকিংয়ের সেরা আট দলের সঙ্গে বাছাইপর্ব টপকে যোগ হলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এছাড়া অন্য আট দেশ হচ্ছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।  

দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে দেশগুলো। প্রতি গ্রুপ থেকে দুটি করে দেশ সেরা চারে খেলবে। সেখান থেকে জয়ী দুটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের 'এ' গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে 'বি' গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

৯ নভেম্বর মূল পর্বের উদ্বোধনী দিনে আরও দুইটি ম্যাচ হবে। ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং গায়ানাতে লড়বে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।  প্রথম ম্যাচটি গায়ানাতে খেললেও গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিনটি সেন্ট লুসিয়াতে- ১২, ১৪ ও ১৮ নভেম্বর। এই আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি-

৯ নভেম্বর, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; গায়ানা

১২ নভেম্বর, প্রতিপক্ষ ইংল্যান্ড; সেন্ট লুসিয়া

১৪ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা; সেন্ট লুসিয়া

১৮ নভেম্বর, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা; সেন্ট লুসিয়া

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন