X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নীরব ঘাতক গ্রিয়েজমান

খালিদ রাজ
১৫ জুলাই ২০১৮, ১৯:১৫আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:৪৭

আন্তোয়ান গ্রিয়েজমান কাইলিয়ান এমবাপেকে নিয়ে আলোচনা চলছে খুব। ১৯ বছর বয়সী এক খেলোয়াড় বিশ্বকাপ মঞ্চে আলো ছড়িয়ে চলেছেন, প্রশংসার বৃষ্টিতে তো তিনি ভিজবেনই!

আর এখানেই সবচেয়ে বড় লাভ ফ্রান্সের। এমবাপের ওপর প্রচারের সব আলো পড়ায় প্রত্যাশার চাপ থেকে মুক্তি মেলে আন্তোয়ান গ্রিয়েজমানের। বিশ্বকাপের আগে যাকে নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি, সেই গ্রিয়েজমান ঢাকা পড়ে যান এমবাপের ছায়ায়। মিডিয়ায় লেখালেখি কম, প্রশ্নের সম্মুখীন হতে হয় সামান্য, ভক্তদের প্রত্যাশা ভিড় করে অন্যদিকে- যাতে গ্রিয়েজমান থাকতে পারেন নিজের জগতে, স্বাধীনভাবে।

যার প্রমাণ পাওয়া যায় মাঠে। নিজের স্বাভাবিক খেলা খেলে ফ্রান্সের জয়ে রাখেন অবদান, ‘লে ব্লুদের’ তুলে নেন তিনি ফাইনালে। যদিও এই সাফল্যে এমবাপে, রাফায়েল ভারান কিংবা স্যামুয়েল উমতিতির নাম উচ্চারিত হয় বেশি। এমবাপের জাদুতে আর্জেন্টিনাকে হারানোর পর এই দুই ডিফেন্ডারের লক্ষ্যভেদেই ফরাসিরা পেরিয়ে যায় যে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা।

কিন্তু ফ্রান্সের এই সাফল্যের পথে কেন্দ্রবিন্দু হয়ে থাকেন গ্রিয়েজমান। ফরোয়ার্ডের চেয়ে প্লে-মেকারের ভূমিকাতেই রাশিয়া বিশ্বকাপে বেশি পাওয়া গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ তারকাকে। তবে ভুলে গেলে চলবে না, ৩ গোল করে এবারের আসরে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। শুধু গোল করেননি, ফরাসিদের ফাইনালে ওঠার পথে সতীর্থদের দিয়ে লক্ষ্যভেদও করিয়েছেন গ্রিয়েজমান। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরোতে আছে তার ছোঁয়া। তার চমৎকার ফ্রিকিক ও কর্নার থেকেই জয় এসেছে ‘লে ব্লুদের’।

তারকা খেলোয়াড়ের ছড়াছড়িতে ফ্রান্সের ইঞ্জিন যে গ্রিয়েজমান, তাতে সন্দেহ থাকার কথা নয়। নিজের সামর্থ্য ও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতায় ফাইনালে তিনিই গড়ে দিতে পারেন ব্যবধান। ১৯৯৮ সালের পর আরেকবার ফুটবল আনন্দে ভেসে যেতে ফ্রান্সের ফুটবলপ্রেমীরা তাকিয়ে অ্যাতলেতিকো ফরোয়ার্ডের দিকে।

ঘরের মাঠের গত ইউরোতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে। ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। তাতে হতাশা থাকলেও আলো ছড়ানো গ্রিয়েজমানকে ওই টুর্নামেন্টের ফর্মে পাওয়া গেছে রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে। শেষটাতেও সেই গ্রিয়েজমানের দেখা মিলবে বলে আশাবাদী তার ভক্তরা।

উইঙ্গার হিসেবে যেমন খেলতে পারেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড, তেমনি ‘দ্বিতীয়’ স্ট্রাইকার হিসেবেও কার্যকর। তার ড্রিবলিং, গতি ও চমৎকার পাস রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে সামনে এগিয়ে নিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাছাড়া রক্ষণেও অবদান রাখতে পারেন তিনি। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে যেমন ভূমিকা রাখতে পারেন, তেমনি নিচে নেমে রক্ষণভাগকে সাহায্য করতে পারেন তিনি।

তবে একটা অপবাদ সেঁটে গিয়েছিল তার নামের পাশে- ‘ফাইনাল হারা খেলোয়াড়’। গ্রিয়েজমানের ফাইনাল খেলা মানেই হার, নিয়তি কিছুতেই বদলানো যাচ্ছিল না। অবশেষে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অপবাদটা ঘুচিয়েছেন তিনি অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে ইউরোপা লিগ জিতে।

ফাইনাল জেতার জন্য তিনি কতটা মুখিয়ে ছিলেন, তা বোঝা যায় ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে গ্রিয়েজমানের জোড়া লক্ষ্যভেদে। অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ফাইনালে তার দুর্দান্ত পারফরম্যান্সেই শিরোপা জিতে অ্যাতলেতিকো।

এবার পালা ফ্রান্সের ব্যর্থতা ঘুচানোর। ইউরোতে পারেননি, বিশ্বকাপ জিতে সেই জ্বালা নিশ্চয় জুড়াতে চাইবেন গ্রিয়েজমান!

/কেআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!