X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘যদি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হতো!’

তানজীম আহমেদ
১৫ জুলাই ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:২৩

এবারও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের আশা পূরণ হয়নি বাংলাদেশের ফুটবল ভক্তদের। ছবি-সাজ্জাদ হোসেন বাংলাদেশের বেশিরভাগ ফুটবলপ্রেমীর কাছে বিশ্বকাপ মানেই ব্রাজিল-আর্জেন্টিনা।  লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী কখনও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়নি। অন্যবারের মতো এবারও অনেকে আশা করেছিলেন, ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল হবে, রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হবে ফুটবল বিশ্ব। কিন্তু সেই আশায় গুড়ে বালি! মেসি-নেইমারদের দল অনেক আগেই বিদায় নিয়েছে ফুটবল মহাযজ্ঞ থেকে। আজ ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনালের আগে অনেক ফুটবল-ভক্তের আক্ষেপ, ‘ইস, যদি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হতো!’

গেন্ডারিয়ার ডি আই টি প্লটে বড় পর্দায় নিয়মিত খেলা দেখেন গার্মেন্টস কর্মকর্তা একে আজাদ বকুল। তবে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের পর উৎসাহে ভাটা পড়েছে তার। ফাইনাল অবশ্য দেখবেন বড় পর্দায়। হতাশ কণ্ঠে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্রাজিল বাদ পড়ার পর বিশ্বকাপের ম্যাচ কমই দেখেছি। ব্রাজিলের বিদায়ে আমার কাছে বিশ্বকাপের আকর্ষণ অনেকখানি কমে গেছে। তারপরও আজ  ফাইনাল   দেখতেই হবে। কার হাতে ট্রফি ওঠে সেটা বড় পর্দায় দেখবো।’

ওয়ারীর লিটল মাস্টার্স ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মানস পালও নিয়মিত বড় পর্দায় খেলা দেখেন। ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ম্যাচের সময় নারিন্দার বড় পর্দার সামনে জায়গা পাওয়াই কঠিন ছিল। এখন অবশ্য সেই ‘সমস্যা’ নেই। ব্রাজিল ভক্ত এই শিক্ষকের কথা, ‘ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়ে বিশ্বকাপের আকর্ষণ কমে গেছে। নারিন্দায় বড় পর্দায় আগে খেলার দেখার জন্য জায়গা পাওয়াই মুশকিল ছিল। ব্রাজিল-বেলজিয়াম ম্যাচের দিন তো জায়গাই পাইনি। এখন সেখানে দর্শক অনেক কম। নেইমারের দলকে ফাইনালে দেখতে পারলে ভালো লাগতো। ব্রাজিল নেই, কী আর করা যাবে! ফাইনাল অবশ্য বড় পর্দাতেই দেখবো।’

ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা আতিয়া খান অ্যানি আর্জেন্টিনার সমর্থক। দ্বিতীয় রাউন্ড থেকে প্রিয় দলের বিদায়ে হতাশ হলেও তার দার্শনিক সুলভ মন্তব্য, ‘আর্জেন্টিনা নেই, খারাপ তো লাগবেই! আর্জেন্টিনা থাকলে ফাইনালটা খুব আকর্ষণীয় হতো। এখন মন খারাপ করে কী হবে? আশা করি, আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো করবে। তবে মেসির দল না থাকলেও ফাইনাল মিস করবো না।’

আরেক আর্জেন্টাইন ভক্ত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিম হাসান রোহান বললেন, ‘আর্জেন্টিনা বাদ পড়ার পর খেলা কমই দেখেছি। অবশ্য বিশ্বকাপের খবর রেখেছি নিয়মিত। আমার প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে খেলতে পারলে খুব ভালো লাগতো। তবে ফাইনাল দেখবো। পগবা-এমবাপে-মদরিচ-রাকিতিচদের লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজের প্রভাষক শারমিন শাহনাজও অপেক্ষা করছেন ফাইনালের জন্য, ‘ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা থাকলে ভালো হতো। দুই দলের বিদায়ে বাংলাদেশে বিশ্বকাপের আবেদন অনেকটাই কমে গেছে। তারপরও ফাইনালের দিকে দৃষ্টি থাকবে আমার।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’