X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফাইনালে ৫ উইকেট পেয়েও নির্বিকার পান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ২২:০৩আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২২:০৬

বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ রানে ৫ উইকেট নিয়েছেন পান্না ঘোষ জাহানারা আলমের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন পান্না ঘোষ। তবে ব্যক্তিগত সাফল্য নিয়ে তিনি উচ্ছ্বসিত নন। বরং বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের শিরোপা  জয়ে অবদান রাখতে পেরে খুশি এই ডানহাতি পেসার।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ জয়। এরপর বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা। এক মাসের ব্যবধানে তিন-তিনটি সাফল্যের রহস্য কী? পান্না জানালেন, ‘ব্যাটিংয়ে উন্নতির কারণে দল ভালো করছে। তবে ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। সামনে বড় বড় দলের বিপক্ষে সাফল্যের জন্য ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে আমাদের।’ নতুন কোচ অঞ্জু জেইনের প্রশংসা করে তিনি বললেন, ‘নতুন কোচের কথা বলার ভঙ্গি অনেক সুন্দর। তিনি সব সময় আমাদের উৎসাহিত করেন, অনুপ্রেরণা দেন।’

গত শনিবার বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ রানে ৫ উইকেট শিকার প্রসঙ্গে পান্না অবশ্য বেশ নির্বিকার, ‘পাঁচ উইকেট পাওয়ার জন্য তো আমরা বোলিং করি না। মূল ব্যাপার হচ্ছে দলের জয়, এটাই সবচেয়ে বড় কথা।’  

ক্যারিয়ারের শুরুতে সাফল্য না পেলে পরিবারের সদস্যরা নাকি লজ্জা দিতেন পান্নাকে। তবে তাদের অনুপ্রেরণার কথা জানাতেও ভুললেন না তিনি, ‘মা আর বোনরা সব সময় ভালো খেলার জন্য উৎসাহ দিত আমাকে। খারাপ পারফর্ম করলে লজ্জা দিতেও ছাড়তো না। অনেক দিন ধরে খেলছি, তবে এত ভালো ফল কখনও পাইনি। আমার উপস্থিতিতে দল ভালো করছে বলে খুব ভালো লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’

রাজশাহী থেকে উঠে আসা পান্না জানালেন তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প, ‘ছোটবেলা থেকেই ক্রিকেট খেলি। ভাইদের সঙ্গে পাড়ায় খেলে ক্রিকেটে হাতেখড়ি। তখন অবশ্য মেয়েদের ক্রিকেট বলতে তেমন কিছু ছিল না। আমি ছেলেদের সঙ্গেই অনুশীলন করতাম। রাজশাহীর কোচ মিলন ভাইয়ের কাছ থেকে ক্রিকেটের খুঁটিনাটি সব কিছু শিখেছি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…