X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার শুরু ‘এ’ দলের ওয়ানডে সিরিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ২৩:২৪আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২৩:২৪

মঙ্গলবার শুরু ‘এ’ দলের ওয়ানডে সিরিজ আনঅফিশিয়াল টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। এবার তাদের সামনে ওয়ানডে সিরিজ। মঙ্গবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে সৌম্য-মিঠুনদের দল। সিলেটেই সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১৯ ও ২২ জুলাই।

দলে চারটি পরিবর্তন এসেছে। মোস্তাফিজুর রহমান চলে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। আর বাদ পড়েছেন তুষার ইমরান, সাদমান ইসলাম ও জুবায়ের হোসেন লিখন।  তাদের জায়গায় দলের সঙ্গে যোগ দিয়েছেন আরিফুল হক, আল আমিন জুনিয়র ও নাঈম শেখ।

চার দিনের ম্যাচে ব্যর্থ হারলেও ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার দলটা খুব ভালো, ওদের জাতীয় দলই বলা যায়। জিততে হলে আমাদের সব বিভাগে ভালো খেলতে হবে। আমি মনে করি, আমাদের পক্ষে ওয়ানডে  সিরিজ জেতা সম্ভব।’

প্রথম চার দিনের ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচের তিন দিনই ভেসে যায় বৃষ্টিতে। এরপর তৃতীয় ও শেষ ম্যাচ ব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনে হেরে যায় বাংলাদেশ। মিঠুনের ব্যাখ্যা, ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল না বলে হেরেছি। আশা করি, ওয়ানডেতে স্পোর্টিং উইকেট হবে।’

চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে জায়গা পাননি মিঠুন। ‘এ’ দলের হয়ে ভালো খেলে তিনি জাতীয় দলে ফিরতে চান, ‘জাতীয় দলের বাইরে থাকলে নিজেকে প্রমাণের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ রান করতে পারলে দলে ফেরার সুযোগ তৈরি হবে। চার দিনের ম্যাচে পারিনি। আশা করি, ওয়ানডেতে পারবো।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দল:

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাইফ হাসান, মিজানুর রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, আল-আমিন জুনিয়র, সানজামুল ইসলাম, নাঈম হাসান ও তানভীর ইসলাম।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া