X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাটকীয় জয়ে ওয়ানডে সিরিজ শুরু ‘এ’ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ২০:১৫আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২০:৪৬

শ্রীলঙ্কার উইকেট পতনের পর সৌম্যর উচ্ছ্বাস ২৪৪ রানে যখন নবম উইকেটের পতন হলো, ২১ বল হাতে নিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দল  লক্ষ্য থেকে ৩৭ রান দূরে। বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়রা হয়তো তখনই জয়োৎসব শুরু করে দিয়েছিলেন। তবে জয়টা সহজে আসেনি। শেষ বলে গড়ানো প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ২ রানের নাটকীয় জয়। তিন ম্যাচের সিরিজে তাই স্বাগতিক দল ১-০তে এগিয়ে।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮১ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কাকে শুরুতে চেপে ধরেন দুই পেসার খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম। দলীয় ১৩ রানে ফিরে যান দুই ওপেনার সাদিরা সামারাবিক্রমা (৩) ও উপুল থারাঙ্গা (১০)। খালেদ বোল্ড করেন থারাঙ্গাকে, আর শরীফুলের শিকার সামারাবিক্রমা।

লাহিরু থিরিমানে (২৯) এবং শেহান জয়াসুরিয়া (২০) চেষ্টা করছিলেন শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার। তবে ৫২ রানের জুটি গড়ে দুজনে বিচ্ছিন্ন হলে আবার বিপদে পড়ে যায় অতিথিরা।

৭২ রানে চার উইকেট হারিয়ে কোণঠাসা শ্রীলঙ্কানদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন দানুস শানাকা। আশান প্রিয়াঞ্জনের (৪২) সঙ্গে ৮৪, অধিনায়ক থিসারা পেরেরার (২২) সঙ্গে ৫০ এবং শাম্মু আশানের (২৮) সঙ্গে ৪২ রানের জুটি গড়েন তিনি। ৭৮ বলে ৭৮ রান করা শানাকার উইকেটও খালেদের।

৩৪ রানের শেষ জুটিতে শ্রীলঙ্কাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন শেহান মাদুশাঙ্কা ও নিশান পেইরিস। শেষ বলে প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু খালেদের বলে মাদুশাঙ্কা (২১) কট বিহাইন্ড হলে জয়োল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। ১১ রানে অপরাজিত পেইরিস তখন হতাশ।

জয়ের তৃপ্তি নিয়ে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল ১০ ওভারে বেশ খরুচে বোলিং (৭২ রান) করলেও ৪ উইকেট নিয়ে তা পুষিয়ে দিয়েছেন খালেদ। নতুন বলে খালেদের সঙ্গী শরীফুল ৫৪ রানে নিয়েছেন ৩ উইকেট। আরেক পেসার আরিফুল হকের ৪২ রানে শিকার ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮০ রানের ভালো সংগ্রহ গড়েছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের শুরুটা খারাপ হয়নি। সৌম্য সরকার-মিজানুর রহমানের উদ্বোধনী জুটির অবদান ৪২ রান। ছন্দে ফিরতে লড়াই চালিয়ে যাওয়া সৌম্য করেছেন ২৪ রান। অন্যদিকে মিজানের ব্যাট থেকে এসেছে ইনিংস সেরা ৬৭ রান।

বাংলাদেশকে পৌনে তিন শ’র ওপরে নিয়ে যেতে অবদান আরও তিন জনের। ফজলে মাহমুদ ৫৯ এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৪৪ রান করে ফেরার পর ঝড় তুলেছেন আরিফুল। মাত্র ২২ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৪৭ রান করেছেন তিনি। এমন টর্নেডো ইনিংসের পর দুই উইকেট নিয়ে আরিফুলই ম্যাচের সেরা খেলোয়াড়।

সিলেটেই ১৯ ও ২২ জুলাই হবে পরের দুটি ওয়ানডে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা