X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ব্রাজিলের ব্যর্থতায় নেইমারকে দোষ দেওয়া অন্যায়’

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৮, ২২:৫৮আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২২:৫৮

‘ব্রাজিলের ব্যর্থতায় নেইমারকে দোষ দেওয়া অন্যায়’ বিশ্বকাপ চলার সময় সমালোচনার মুখে পড়েছেন খুব, রাশিয়ার টুর্নামেন্ট শেষেও কথার তীরে বিদ্ধ হচ্ছেন নেইমার। কঠিন সময় পার করা পিএসজি ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন ব্রাজিলের সাবেক প্লে মেকার কাকা।

২০১৮ সালের ফুটবল মহাযজ্ঞে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। বেলজিয়ামের বিপক্ষে হারের কারণ হিসেবে অনেকে নেইমারের নিষ্প্রভ হয়ে থাকাকে সামনে আনছেন। ব্রাজিলের দুই বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো ও কাফুর মতো সাবেকরাও নেইমারের ‘বাজে পারফরম্যান্স’কে দায়ী করছেন শেষ আটেই সেলেসাওদের থেমে যাওয়ার কারণ হিসেবে।

যদিও কাকা তাদের দলে নন। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এই প্লে মেকার নেইমারের পক্ষে কথা বলেছেন। তার মতে, ব্রাজিলের ব্যর্থতার পেছনে একা নেইমারকে দোষ দেওয়া মোটেও উচিত নয়। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘ওমনিস্পোর্টস’কে কাকা বলেছেন, ‘একজনের ওপর দোষ চাপিয়ে দেওয়ার সঙ্গে আমি একমত নই। ব্রাজিল হেরেছে। বিষয়টা তো এমন নয় যে, নেইমার হেরেছে। গোটা ব্রাজিলিয়ান জাতীয় দলই বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।’

সাবেক খেলোয়াড়দেরই সম্ভবত খোঁচা মেরেছেন তিনি পরের কথায়, ‘যে সব আলোচনা হচ্ছে, সেটা মোটেও ভারসাম্যপূর্ণ নয়। যখন সে (নেইমার) ভালো করে, তখন এটা বড় ব্যাপার। আর যখন খারাপ করে, তখনও বড় হয়ে দাঁড়ায়। ২৬ বছর বয়সী একটা ছেলে কত কী সহ্য করছে... আশা করি ও ভালো আছে। এমন অনেকে সমালোচনা করছেন, যারা বয়সে নেইমারের চেয়ে বড় ও এখনকার অবস্থানে ওর চেয়ে পরিণত।’

নেইমারের প্রশংসাও ঝরল ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলা কাকার মুখে, ‘যে বয়সে ও এইসবের মুখোমুখি হচ্ছে... আমি নেইমারের ভক্ত। একজন অ্যাথলেট হিসেবে ও দুর্দান্ত খেলোয়াড়।’ বেলজিয়ামের বিপক্ষেও নেইমার ভালো খেলেছেন বলে মন্তব্য তার, ‘ভালো পাস দিয়েছে, ভালো খেলেছে, তবে গোল পায়নি। প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছে নেইমার, অনেকবার সতীর্থদের জন্য গোল বানিয়ে দিয়েছে; তবে এটা (ছিটকে যাওয়ার ঘটনা) ঘটে গেছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া