X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুব দল নিয়ে বিসিবির বড় পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ২০:০৩আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২০:০৩

যুব দল নিয়ে বিসিবির বড় পরিকল্পনা ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে যুব বিশ্বকাপের আসর। এই প্রতিযোগিতা ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার একটি বড় পদক্ষেপ যুব দলের প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কার নাভিদ নওয়াজকে নিয়োগ দেওয়া, যিনি ইতিমধ্যে খুলনায় যুব দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নতুন কোচ নিয়োগের ব্যাপারে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘২০২০ যুব বিশ্বকাপের আগ পর্যন্ত আমরা হেড কোচ হিসেবে নাভিদ নওয়াজকে নিয়োগ দিয়েছি। আশা করছি বয়সভিত্তিক দলের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা আমাদের ছেলেদের এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’

এখন পর্যন্ত ১১বার যুব বিশ্বকাপে অংশ নিলেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। যুবাদের বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে তৃতীয় স্থান পাওয়া। গতবার নিউজিল্যান্ডে ব্যর্থ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বাংলাদেশের যুবাদের নিয়ে তাই বড় পরিকল্পনা করছে বিসিবি। এরই অংশ হিসেবে বিশ্বকাপের আগে যুব দলকে নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে চার থেকে পাঁচটি সিরিজ আয়োজন করার পরিকল্পনা আছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাহী।

যুব দলকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাগাভাগি করেছেন নিজামউদ্দিন এই বলে, ‘সামনের বিশ্বকাপ হবে ২০২০ সালে, দক্ষিণ আফ্রিকায়। সেভাবে আমরা পরিকল্পনা করছি। নাভিদ নওয়াজের পাশে কিছু সাপোর্টিং স্টাফ নিয়োগ দেওয়ারও পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিয়োগ হবে খুব তাড়াতাড়িই।’

২০২০ সালের যুব বিশ্বকাপের আগে জিম্বাবুয়েতে ক্যাম্প করার পরিকল্পনার কথাও শুনিয়েছেন তিনি, ‘বিশ্বকাপের আগে জিম্বাবুয়েতে কন্ডিশনিং ক্যাম্প বা বাড়তি কিছু ম্যাচ খেলা যায় কিনা, সেটা বিবেচনায় রয়েছে। আশা করি আমরা ছেলেদের সব রকম সুবিধাই নিশ্চিত করতে পারব।’

বিপিএলের ষষ্ঠ আসরের পর্দা ওঠার কথা ছিল অক্টোবরের প্রথম সপ্তাহে। কিন্তু ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে, তাই দেশের সার্বিক নিরাপত্তার বিষয় মাথায় রেখে নির্বাচনের দুই মাস আগে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। বিপিএলের জায়গায় জানুয়ারির জিম্বাবুয়ে সিরিজ অক্টোবরে এগিয়ে নিয়ে আসছে বিসিবি। দুই বোর্ডের আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকার খবরও দিয়েছেন নিজামউদ্দিন।

কয়েকদিনের মধ্যে সূচিও জানিয়ে দেওয়া হবে বলে সংবাদমাধ্যমকে বলেছেন তিনি, ‘খুব শিগগিরই সূচি চূড়ান্ত হয়ে যাবে। বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট অপারেশন্স সূচির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হয়তো আগামী দুই-একদিনের মধ্যে পেয়ে যাবেন।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা