X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পদত্যাগের চিন্তা একবারও করেননি দেশম

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৪:৩৭আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৪:৩৭

দিদিয়ের দেশম ইউরোর ফাইনালে হারে রক্ষণাত্মক কৌশলের কারণে সমালোচিত হয়েছিলেন দিদিয়ের দেশম। তারপর বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণায় আরেকবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এমনকি রাশিয়ায় যাওয়ার আগে তার প্রধান কোচ থাকা নিয়ে দেখা যায় তীব্র সংশয়। পদত্যাগের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে সেই তিনিই ফ্রান্সকে এনে দিলেন বিশ্বকাপ শিরোপা।

বিশ্বকাপের আগে সমালোচনায় জর্জরিত হয়েছিলেন দেশম। ১৯৯৮ সালের বিশ্ব জয়ী অধিনায়ক তাতে বিচলিত হননি। নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। শেষ পর্যন্ত লে ব্লুদের দ্বিতীয় বিশ্বকাপ জিতিয়ে তিনি প্রমাণ করলেন, সঠিক ছিলেন তিনি। দেশম সবাইকে দেখিয়ে দিলেন করিম বেনজিমা, আলেজান্দ্রে লাকাজেত্তে ও আন্দ্রে রাবিওটদের মতো তারকাদের বাদ রেখে কাইলিয়ান এমবাপে ও আন্তোয়ান গ্রিয়েজমানদের নিয়ে ভুল করেননি।

তবে এই অবিচল থাকার পেছনে দেশমকে সাহস জুগিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত। তার কাছে কৃতজ্ঞ তিনি। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা দেশম প্রকাশ করলেন সমালোচনার মধ্যেও তার দৃঢ়তার কারণ, ‘আমি দুটি ‍কারণে পদত্যাগের কথা মাথায় আনিনি কখনও। প্রথমত, আমি এমন একজন যে কথা দিয়ে রাখে এবং নিশ্চিত করে তার নির্ধারণ করা লক্ষ্য ছোঁয়ার।’

বিশ্বকাপের আগে দেশমের জায়গায় জিনেদিন জিদান ও আর্সেন ওয়েঙ্গারের নাম শোনা যাচ্ছিল। কিন্তু ওসবে কান দেননি দেশম, ‘দ্বিতীয় কারণও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার ওপর প্রেসিডেন্টের আস্থা ও শ্রদ্ধার প্রশ্ন ছিল। শুরু থেকে তিনি আমাকে ২০২০ সাল পর্যন্ত দেখতে চেয়েছিলেন, (তাই) আমাকে তো থাকতেই হবে। আরও দুই বছরের জন্য আমাকে সমর্থন করা ছিল অপরিহার্য বিষয়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!