X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাশরাফি-সাকিব-তামিম না খেললেও জয়ে বাংলাদেশের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১০:৫৩আপডেট : ২০ জুলাই ২০১৮, ১১:৩৪

মুশফিকের দারুণ ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচে জিতল বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডের আগে প্রস্তুতি ম্যাচ খেললেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আর বৃহস্পতিবার জ্যামাইকায় পৌঁছান অধিনায়ক মাশরাফি মুর্তজা। এই তিনজনকে বিশ্রামে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ইউনিভার্সিটিস অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর’স একাদশের বিপক্ষে এই তিন তারকাকে ছাড়াই দারুণ প্রস্তুতি হয়েছে সফরকারীদের।

আগামী ২২ জুলাই প্রথম ওয়ানডেতে নামার তিন দিন আগে বাংলাদেশ তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচ জিতেছে ৪ উইকেটে। মাশরাফি-সাকিব না থাকায় এই ম্যাচে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) জ্যামাইকার স্যাবাইনা পার্কে টস জিতে আগে ব্যাটিং করে ভাইস চ্যান্সেলর’স একাদশ। ২২৮ রানের লক্ষ্য দেয় তারা বাংলাদেশকে, জবাবে ৪৩.৩ ওভারে ৬ উইকেটে জয় পায় সফরকারীরা।

শুরুটা কিন্তু ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা না খুলে ফিরে যান এনামুল হক। তার বিদায়ের পর লিটন কুমার ও নাজমুল হোসেন শক্ত জুটি গড়েন। ১৯তম ওভারে দলীয় ১০১ রানে ফিরে যান নাজমুল ৪৩ রান করে।

তারপর ২৬ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় আরও তিনটি উইকেট। পঞ্চম উইকেটে মোসাদ্দেক হোসেন ও মুশফিকুর রহিম ২৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। দলীয় ১৫৬ রানের মাথায় মোসাদ্দেক ফিরে গেলে আবার ২২ গজে নামেন ৪৩ রানে রিটায়ার্ড হার্ট হওয়া লিটন।

মুশফিককে সঙ্গে নিয়ে লিটন দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ৬১ বলে হাফসেঞ্চুরি করে শেষ পর্যন্ত খেলেন ৭০ রানের ইনিংস। লিটন আউট হলে জয়ের জন্য অসমাপ্ত কাজটা মুশফিক করেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

তার আগে মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেনের দারুণ বোলিংয়ে বেশিদূর এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বাছাই একাদশ। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে নিয়ে গড়া দলটি ।

স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ইয়ানিক ওটলি। এছাড়া কাভেম হজ ৪৪, আমির জঙ্গু ৩৬ ও ক্রিস গেইল করেন ২৯ রান।

স্পিন-অলরাউন্ডার মোসাদ্দেক ১৪ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার। এছাড়া ৪০ রান খরচায় রুবেল নিয়েছেন ৩টি উইকেট। আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট নিয়ে প্রস্তুতি সেরেছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা