X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পারফরম্যান্স দিয়ে সাফের চূড়ান্ত দলে জায়গা চান রনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১৪:৩৭আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৫:৩১

শাখাওয়াত হোসেন রনি আগামী সেপ্টেম্বরে ঢাকায় হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেই লক্ষ্যে কাতারে দুই সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশের জাতীয় দল। সেখানে একমাত্র অনুশীলন ম্যাচে স্বাগতিকদের মেসাইমি ফুটবল ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলদাতা শাখাওয়াত হোসেন রনি। জাতীয় দলের ক্যাম্পে মাঝ পথে যোগ দেওয়ার পর কাতারে গোল করে চমক দেখিয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই স্ট্রাইকার। এবার তার লক্ষ্য মূল দলে জায়গা পাওয়া।

অনুশীলন ম্যাচে গোল পেয়েছেন। গোল করতে চান সাফেও। তার আগে সাফ দলে জায়গা নিতে চান পারফরম্যান্স করে। বাংলা ট্রিবিউনকে সেকথা জানালেন রনি, ‘সাফের প্রাথমিক দলে সুযোগ পেয়েছি। একমাত্র প্রস্তুতি ম্যাচে গোল পেয়ে ভালো লাগছে। তবে এই পারফরম্যান্স ধরে রাখতে চাই। সাফের মূল দলে জায়গা পেলে তখন দেশের জন্য কিছু করার সুযোগ থাকবে।’

ইনজুরির কারণে প্রিমিয়ার লিগে ভালো সময় কাটেনি রনির। অনেক ম্যাচ তো খেলতেই পারেননি। ২০১১ সালে ফিলিস্তিনের বিপক্ষে অভিষেক, তারপর থেকে প্রায় নিয়মিত জাতীয় দলে। সর্বশেষ লাওস ম্যাচে অবশ্য জায়গা হয়নি। রনি বলেছেন, ‘জাতীয় দলে সাত বছর ধরে খেলছি। কখনও দেশে এত বড় আসরে খেলা হয়নি। তাই খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আবার চাপও বোধ করছি। ভালো খেলতে হবে।’

জাতীয় দলের হয়ে ৯ গোল করা এই স্ট্রাইকার মাঝেমধ্যেই প্রতিপক্ষের বক্সে ঢুকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। এর কারণ ব্যাখ্যা করলেন রনি, ‘আত্মবিশ্বাস কম, সেটা বলবো না। মাঝে মধ্যে মনে হয় নার্ভাস হয়ে যাই। অনেক সময় সুযোগ নষ্ট হয়। আসলে পরিস্থিতির কারণে নার্ভাস হয়ে যাই। আমি হয়তো গোল করার সুযোগ পাই। কিন্তু ফিনিশিং ভালো হয় না। এবার চেষ্টা করছি ভুল-ত্রুটি সংশোধনের। সাফের দলে যে করেই হোক জায়গা করে নিতে হবে, গোল পেতে হবে। সেই লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়