X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

নেইমারের সমালোচকদের ধুয়ে দিলেন আলভেস

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১৯:৪১আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৯:৪১

নেইমারের সঙ্গে দানি আলভেস গোটা বিশ্বকাপেই সমালোচনা শুনতে হয়েছে নেইমারকে। রাশিয়ার আসরের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পরও তাকে বিদ্ধ হতে হচ্ছে কথার তীরে। কঠিন সময় পার করা এই ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন তার ব্রাজিল ও পিএসজি সতীর্থ দানি আলভেস।

এই রাইটব্যাক ধুয়ে দিয়েছেন সমালোচকদের। ‘দুর্বলের হাতিয়ার সমালোচনা’- মন্তব্য করে নেইমারের জায়গায় দাঁড়াতে বলেছেন নিন্দুকদের। কঠিন জায়গা থেকে বিশ্বকাপে নেমেছিলেন পিএসজি তারকা। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অ্যাঙ্কেলে আঘাত পাওয়ার পর অস্ত্রোপচার করে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তেই ফিরেছিলেন মাঠে।

কিন্তু রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে সমালোচকদের কথার নিচেই থাকতে হয়েছে তাকে। নেইমার যা করেছেন, তাই নিয়েছে হয়েছে সমালোচনা। বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত আলভেস। নেইমারের আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে এই ফুলব্যাক বলেছেন, ‘আমার মতে এটা (সমালোচনা) মাত্রাতিরিক্ত হয়েছে। নেইমার যা করেছে, তাই খবর হয়েছে। যদি সে আবেগপ্রবণ হয়ে পড়েছে, তারা সমালোচনা করেছে। চুল কালার করছে, তারা সমালোচনা করেছে। আমি ওই সব মানুষদের নেইমারের জায়গায় দেখতে চাই।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের ওই সব বিষয়ের দিকে তাকানো উচিত, যেগুলো আমাদের পরিপক্ক হতে শেখায়, আমাদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। বাকি সব অর্থহীন। আমি চাই এখানে (নিলাম অনুষ্ঠান) যা হচ্ছে, প্রত্যেকে নেইমারের এই বিষয়টি নিয়ে কথা বলুক।’

এরপরই সমালোচকদের ওপর আসল কোপটা মেরেছেন আলভেস, ‘দুর্বলের হাতিয়ার হলো সমালোচনা। আমি বিশ্বাস করি আমরা ফুটবলাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করি দল ও আমাদের সতীর্থদের জন্য। নেইমারকে যারা চেনে, তারা ভালো করেই জানে ওর গুণমান সম্পর্কে এবং ও কতটা বিশেষ। আর আমি আবারও বলছি, খেলোয়াড়দের যত্ন নিতে হবে, কারণ তারাই ফুটবলকে আলোকিত করছে।’

শেষে সাবেক বার্সেলোনা রাইটব্যাক মনে করিয়ে দিয়েছেন, ‘নেইমার ও অন্য খেলোয়াড়দের সমালোচনা করা খুব সহজ, কঠিন হলো তারা (খেলোয়াড়রা) যে কাজগুলো করে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আয়ারল্যান্ডে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর-রিজওয়ান
আয়ারল্যান্ডে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর-রিজওয়ান
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল