X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না মোস্তাফিজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৮, ১৮:০৫আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৮:৩৩

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে গত দুই আসরেই চোটে পড়েছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলতে পারেননি এই বাঁহাতি পেসার। বারবার আঘাত নিয়ে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ায় তাকে আইপিএল-পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নিষেধ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

২০১৬ সালে আইপিএল অভিষেকে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করানোর পর ইংলিশ ক্লাব সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধে চোট পান মোস্তাফিজ। গত বছর তো চোটের কারণে মাত্র একটা ম্যাচ খেলতে পেরেছিলেন হায়দরাবাদের হয়ে। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ৭ ম্যাচ খেলে বাঁ পায়ের বুড়ো আঙুলে আঘাত নিয়ে দেশে ফেরেন কাটার-মাস্টার। তাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট খেলতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই বাজিমাত করা এই পেসার। এ নিয়ে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান এবং বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ক্ষোভ প্রকাশও করেছিলেন। আর এবার বোর্ড প্রধান নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত।

বিদেশি লিগে খেলতে মোস্তাফিজকে অনাপত্তিপত্র দেওয়া হবে না জানিয়ে নাজমুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘দুঃখজনক ব্যাপার হলো, সে (মোস্তাফিজ) ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় চোট পায়। তারপর আর জাতীয় দলে খেলতে পারে না। এটা মেনে নেওয়া যায় না। আমি এরই মধ্যে তাকে বলে দিয়েছি, পরের দুই বছর সে জাতীয় দলের বাইরে খেলতে পারবে না।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, কয়েক জন সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে অনীহা প্রকাশ করেছেন। তার মধ্যে সাকিব আল হাসানের নাম উল্লেখ করেন তিনি। মোস্তাফিজ মুখে প্রকাশ না করলেও তাকে এই তালিকায় দেখছেন বোর্ড প্রধান। দলের অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়া কঠিন মেনে নিয়েই টেস্ট ও টি-টোয়েন্টির জন্য বিশেষজ্ঞ খেলোয়াড় খোঁজায় মন দিচ্ছেন নাজমুল।
তিনি বলেছেন, ‘টেস্টের জন্য আমাদের নতুন সেট আপ তৈরি করতে হবে। গত চার বছর ধরেই আমি এটা বলছি। সব ফরম্যাটে খেলতে পারে এমন তিন বা চারজন খেলোয়াড় আমাদের অবশ্যই হাতে রাখতে হবে। সব আন্তর্জাতিক দল এটা করছে। প্রত্যেক দলেরই আছে টি-টোয়েন্টি ও টেস্টের বিশেষজ্ঞ খেলোয়াড়। টেস্টে আমাদের আছে কেবল মুমিনুল হক। কিন্তু পাঁচ বা ছয়জনকে বেছে নিতে হবে আমাদের।’

নাজমুল আরও যোগ করেছেন, ‘আমাদের তামিম ইকবাল এবং আরেকজন ওপেনার আছে। তাদের সঙ্গে আছে তিনজন পেস বোলার ও একজন স্পিনার। সাকিব, মুশফিকুর (রহিম) ও রিয়াদকে (মাহমুদউল্লাহ) তো পাল্টানো (ব্যাটিং অর্ডার) যাবে না। মুমিনুল খেলে তিন নম্বরে। এক সিরিজ বাজে খেললেই তাকে বাদ দেওয়া যায় না। সাত নম্বর পজিশনে আমাদের আছে মোসাদ্দেক (হোসেন), সাব্বির (রহমান), মিরাজরা (মেহেদী হাসান)।’

সিনিয়রদের অনুপস্থিতির শূন্যতা পূরণের জন্য এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন বোর্ড সভাপতি, ‘সিনিয়রদের কাউকে বাদ দিলে অনেক কথা উঠবে। তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদ যখন দলে থাকবে না তখনকার জন্য আমাদের নতুন খেলোয়াড় খোঁজা প্রয়োজন। দলের জন্য নতুন খেলোয়াড়দের প্রস্তুত রাখতে হবে আমাদের।’ 

এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…