X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের কারও হাতে ব্যালন ডি’অর চান দেশম

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৮, ২০:৪৯আপডেট : ২১ জুলাই ২০১৮, ২০:৪৯

গ্রিয়েজমান, পগবা বা এমবাপেদের কারও হাতে ব্যালন ডি’অর চান দেশম ফ্রান্স জিতেছে তাদের দ্বিতীয় বিশ্বকাপ। এই চ্যাম্পিয়ন দলের কারও হাতে এবারের ব্যালন ডি’অর দেখতে চান দিদিয়ের দেশম।

গত এক দশক ধরে ব্যালন ডি’অরে দাপট ধরে রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ঘুরেফিরে তাদের হাতেই উঠেছে ফুটবল বিশ্বের অন্যতম সম্মানজনক এই অ্যাওয়ার্ড। এবারও ব্যালন ডি’অরের দৌড়ে তাদের বাইরে রাখা যাচ্ছে না। যদিও রাশিয়া বিশ্বকাপে তাদের দল শেষ ষোলোতে বিদায় নিয়েছে। কিন্তু নিজ নিজ ক্লাবকে সাফল্য এনে দিতে দুর্দান্ত ছিলেন তারা।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের বছরে এবার রোনালদো-মেসি বৃত্ত ভাঙবে প্রত্যাশা কোচ দিদিয়ের দেশমের। আন্তোয়ান গ্রিয়েজমান, কাইলিয়ান এমবাপে কিংবা পল পগবাদের হাতে সোনালি ট্রফি দেখতে চান তিনি।

মারিও জাগালো ও ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারের পর খেলোয়াড় ও কোচ হয়ে বিশ্বকাপ জেতা দেশম লেকিপ’কে বলেছেন, ‘আমি আশা করি একজন ফরাসি জিতবে এবার ব্যালন ডি’অর। এটা দারুণ কিছু হবে। কারণ এটা ছিল বিশ্বকাপের বছর এবং তারা জিতেছে শিরোপা।’

ব্যালন ডি’অর কার হাতে দেখতে চান, সেটা স্পষ্ট করে বলেননি দেশম। বিশ্বকাপে ৪ গোল করা গ্রিয়েজমানের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, “ব্যালন ডি’অরের জন্য সে সম্ভাবনাময় প্রার্থী সে, হ্যাঁ সে এর দাবিদার। তবে শুধু সেই নয়, কিন্তু সে উপযুক্ত।” তিনি আরও বলেন, ‘রাফায়েল ভারানে কি এর দাবিদার? অবশ্যই। সে কি পাবে? একজন ডিফেন্ডার সে। কিন্তু সাধারণত এটা জেতে আক্রমণভাগের কেউ। যাই হোক, ফরাসিদের কারও হাতে উঠুক।’

এমবাপেকে নিয়ে দেশম বলেছেন, ‘কাইলিয়ান, তার বয়স মাত্র ১৯ বছর। আমরা বলবো তার সময় আছে (ব্যালন ডি’অর জেতার)। ১৯ বছর বয়সেই সে যা করলো, অসাধারণ। পল (পগবা), বিশ্বকাপটা তার দারুণ গেল। আমাকে জিজ্ঞাসান করবেন না কাকে আমি চাইছি।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা