X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাশরাফির নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ?

রবিউল ইসলাম
২২ জুলাই ২০১৮, ১৫:৪৭আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৫:৫৯

মাশরাফি অধিনায়ক বলেই ওয়ানডেতে ভালো করার প্রত্যাশা সকলের। স্ত্রীর অসুস্থতায় ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার! তবে সব বাধা উপক্ষো করে সাকিবদের সঙ্গী এখন মাশরাফি। খারাপ সময়টা পেছনে ফেলতে মাশরাফি এখন ক্যারিবিয়ান দ্বীপে। দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে বিপর্যস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে এই মাশরাফির বিকল্প আর কেই বা হতে পারে? মাশরাফি আছেন বলেই ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

প্রায় ৬ মাস পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। দলের মতো মাশরাফিও ফিরছেন ৬ মাস পর। গত জানুয়ারিতে ঘরের মাঠে সবশেষ ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। বাংলাদেশও তাই। নিজেদের কন্ডিশনে মাশরাফির নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠে গিয়েছিল বাংলাদেশ।

এরপর গত জানুয়ারিত পর নিদাহাস ট্রফি ও আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে ম্যাচ খেলা হয়েছে। নিদাহাস ট্রফির ফাইনাল খেললেও আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ওয়স্ট ইন্ডিজে এসেও হারের বৃত্তেই আটকে আছে সাকিবরা। এই মুহূর্তে টাইগারদের লক্ষ্য একটাই। টেস্টের ব্যর্থতা ভুলে গিয়ে ওয়ানডে সিরিজে ভালো করা।

নেতৃত্বে মাশরাফি আছেন বলে লক্ষ্যটা তাদের সম্ভাবনাময়। দক্ষতায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে খুব বেশি পিছিয়ে এমন নয়। তবে এটা ঠিক যে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে তারাই এগিয়ে থাকবে। তবে ওয়ানডে বলেই এতো আলোচনা। প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার পক্ষে নন মাশরাফি। নড়াইল এক্সপ্রেস এর আগেও দলের মুমূর্ষু অবস্থায় অনেকবারই ‘অক্সিজেন’ সরবরাহ করেছেন। এবার হয়তো আরও একবার এই দায়িত্বটুকু তুলে নিবেন বাংলাদেশের সেরা অধিনায়ক।

টেস্টে রুবেলরা কখনো কখনো লাইন খুঁজে না পেলেও ওয়ানডেতে প্রতিপক্ষের মনে ত্রাস ছড়ান! এটা সম্ভব কেবল মাশরাফির নেতৃত্ব গুণেই। রবিবার থেকে শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে পরীক্ষা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ জুলাই।

ওয়ানডে পরীক্ষা বেশ কঠিনই হবে টাইগারদের জন্য। ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন দুই মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। বাংলাদেশ দলেও ফিরেছেন সেরা দুই পেসার। মাশরাফির সঙ্গে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আগে থেকেই আছেন রুবেল হোসেন। প্রথম টেস্টে ব্যর্থ হলেও প্রস্তুতি ম্যাচে ভালো করেছেন।

বাংলাদেশের দুর্ভাবনার জায়গা ব্যাটিং বিভাগ। বোলিং নিয়ে বাংলাদেশের যতটানা ভাবনা তার চেয়ে বেশি ভাবনা ব্যাটসম্যানদের নিয়ে। টেস্ট সিরিজে ভরাডুরি পেছনের কারণ এই ব্যাটসম্যানদের ব্যর্থতা। ওয়ানডে সিরিজে ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিজ্ঞদের। বিসিবি প্রধান স্পষ্ট করেই বলেছেন, ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয় নির্ভর করে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের উপর। সবমিলিয়ে পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে এই চার সিনিয়র ব্যাটসম্যানদের দিকেই।

তাই টেস্ট সিরিজে হারলেও ওয়ানডে সিরিজকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। কেননা গত কয়েক বছর ধরে এই সংস্করণের ক্রিকেটে ভালো করছে বাংলাদেশ। এর বাইরেও বাংলাদেশের সফলতম অধিনায়ক মাঠে থাকায় ম্যাচটিতে লাল-সবুজ জার্সিধারীরা এগিয়ে থাকবে-তেমন প্রত্যাশা করছেন সবাই। এখন দেখার বিষয় যাকে নিয়ে এত আশা, সেই মাশরাফি বাংলাদেশকে আরও একবার আনন্দের জোয়ারে ভাসাতে পারে কিনা!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা