X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ জিততে চান অনূর্ধ্ব-১৯ দলের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৮:৪৭আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৯:০৪

অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ নাভিদ নওয়াজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান, দুই বছর আগে ঘরের মাঠে। সেবার অনেক সম্ভাবনাময় দল নিয়েও ফাইনালে উঠতে পারেনি লাল-সবুজের দল। এ বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে পঞ্চম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সাইফ-আফিফদের। সোনালী ট্রফি আজও তরুণ ক্রিকেটারদের অধরা। তবে অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ নাভিদ নওয়াজ শুনিয়েছেন আশার বাণী। তার লক্ষ্য, দুই বছর পর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপা উপহার দেওয়া।

গত সপ্তাহে তরুণ ক্রিকেটারদের দায়িত্ব নিয়েই খুলনায় চলে যান নওয়াজ। হাই পারফরম্যান্স দলের বিপক্ষে শিষ্যদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এখন তিনি ঢাকায়। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম বারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশার কথাই শুনিয়েছেন তিনি, ‘বাংলাদেশকে আমি বিশ্বকাপের শিরোপা এনে দিতে চাই। সামর্থ্য অনুযায়ী বাংলাদেশ দলের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব। কারণ ছেলেরা যথেষ্ট দক্ষ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ছেলেদের কন্ডিশন অনুযায়ী প্রস্তুত করা। সর্বশেষ বিশ্বকাপ হয়েছিল নিউজিল্যান্ডে। আর নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। আগামী বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় খেলতে হবে আমাদের। সেখানকার কন্ডিশন আবার অন্যরকম। তাই ছেলেদের দক্ষিণ আফ্রিকার জন্য প্রস্তুত করতে হবে।’

শিরোপার ভাবনা থাকলেও ধীরে-ধীরে এগোনোর লক্ষ্য শ্রীলঙ্কার এই সাবেক ব্যাটসম্যানের, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য নক আউট পর্বে জায়গা করে নেওয়া। পাশাপাশি শিরোপা জয়ের ভাবনা তো আছেই। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখনও ছেলেদের খুব কাছ থেকে দেখা হয়নি। তবে আমি নিশ্চিত, বাংলাদেশের ছেলেদের প্রতিভা আছে। আশা করি, ওদের ঠিকমতো তৈরি করতে পারবো।’

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলা নওয়াজ জানালেন, ‘আমি খুলনায় ছেলেদের তিনটি ম্যাচ দেখে তাদের সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। আমার পরিকল্পনা ২০২০ বিশ্বকাপকে সামনে রেখে। আমাদের দলে সাত/আট জন পেসার রয়েছে। দক্ষিণ আফ্রিকায় ভালো পেস আক্রমণ সাফল্যের চাবিকাঠি। আমি তাই দলের জন্য শক্তিশালী পেস আক্রমণ গড়ার কথাই ভাবছি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা