X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৯:০২আপডেট : ২২ জুলাই ২০১৮, ২১:২৩

টসের মুদ্রা ছুড়ছেন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে দুই দল।

টেস্ট সিরিজের দুই ম্যাচেই বাজেভাবে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ দিনের ম্যাচের ওই সিরিজে নখদন্তহীন ছিলেন সাকিবরা। এবার মাশরাফি মুর্তজার নেতৃত্বে নতুন শুরু। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে এই সফরের শুরুতে পাওয়া লজ্জা কাটানোর মিশনে নেমেছে বাংলাদেশ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে জ্যামাইকায়। সেই প্রস্তুতি ম্যাচে নিজেদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে নিতে পেরেছে। এই মুহূর্তে জ্যামাইকা থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে গায়ানাতে নতুন কন্ডিশনে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। নতুন মাঠে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দারুণ এক সুখস্মৃতি আছে মুশফিকদের!

একযুগ আগে প্রভিডেন্স মাঠে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল মুশফিকরা। ২০০৭ বিশ্বকাপে হাবিবুল বাসার সুমনের নেতৃত্বে প্রোটিয়াদের বিপক্ষে জয়টা ছিল ৬৭ রানের। সেই সুখস্মৃতি আজ ধরা দিচ্ছে গায়ানায়। যদিও ওই দলটির মাত্র চার সদস্য মাশরাফি, সাকিব, মুশফিক ও তামিম আছেন বর্তমান দলে। এই মুহূর্তে এরাই বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার। এদের হাত ধরে বাংলাদেশ সম্প্রতি বহু জয়ের সাক্ষী হয়েছে।

এর বাইরে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ৪ উইকেটে। এই জয়ে বিষাদগ্রস্ত বাংলাদেশের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজ ৫টি ও বাংলাদেশ জিতেছে দুটিতে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ক্রিস গেইলরা। ২৮ ম্যাচে জয় ১৯টিতে। বাংলাদেশ জিতেছে সাতটি ম্যাচ।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, আলজারি জোসেফ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
গরু অথবা মাংস আমদানির বিকল্প কী?
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট