X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাতারে তীব্র গরমেই ফুটবলারদের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ২০:০৩আপডেট : ২২ জুলাই ২০১৮, ২০:১৬

কাতারের দোহায় অনুশীলন করছেন জাতীয় দলের ফুটবলাররা এশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে কাতারে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে সম্প্রতি দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র গরমে অনুশীলনের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানোর লক্ষ্য ফুটবলারদের। অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম জানালেন, শুরুতে কষ্ট হলেও কীভাবে প্রতিকূল অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন তারা।

কাতারের রাজধানী দোহায় প্রচণ্ড গরমে অনুশীলন করতে নেমে শুরুতে মাংস পেশিতে টান পড়েছিল কয়েকজন ফুটবলারের। তবে কয়েক দিনের মধ্যেই গরমের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন তারা। মামুনুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শুরুতে তীব্র গরমের মধ্যে অনুশীলন করার কথা শুনে কিছুটা বিচলিত হয়ে পড়ি। প্রথম দু দিন বেশ কষ্ট হয়েছে। তবে এরপর গরমের সঙ্গে মানিয়ে নেই নিজেকে। এমনকি ৪৫ ডিগ্রি সেলসিয়াসে অনুশীলন করতেও পিছপা হইনি।’

শুধু শারীরিক নয়, শিষ্যদের দৃঢ় মানসিকতায় গড়ে তোলাও জাতীয় দলের নতুন কোচ জেমি ডে’র লক্ষ্য। তাই সকাল-বিকেল দু বেলাই কয়েক ঘণ্টা অনুশীলন করতে হয়েছে ফুটবলারদের। মামুনুল জানিয়েছেন, ‘কোচ চেয়েছিলেন, আমরা যেন প্রচণ্ড গরমে ভেঙে না পরি, যে কোনও পরিস্থিতির সঙ্গে যেন মানিয়ে নিতে পারি। আমার কোচের ইচ্ছে পূরণ করেছি। তাপমাত্রা ৪২ থেকে ৪৫/৪৬ ডিগ্রিতে ওঠানামা করলেও কোচের নির্দেশনা অনুযায়ী অনুশীলন করেছি আমরা।’

প্রতিকূল পরিবেশে অনুশীলন করা ফুটবলারদের প্রশংসা করে জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘কাতারে প্রচণ্ড গরম থাকলেও আর্দ্রতা কম ছিল। তবে ফুটবলারদের কঠোর পরিশ্রমত করতে হয়েছে। গরমের মধ্যেই প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে। আমার মনে হয়, খেলোয়াড়রা এখন মানসিক এবং শারীরিকভাবে ফিট। এই অনুশীলন এশিয়াড আর সাফ ফুটবলে কাজে আসবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা