X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ২২:১৭আপডেট : ২২ জুলাই ২০১৮, ২২:১৭

সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় দলের কোচ জেমি ডে (মাঝে) কাতারে দুই সপ্তাহ অনুশীলন ক্যাম্প শেষে দেশে ফিরে জাতীয় দলের ফুটবলাররা এখন ছুটিতে। অগামী মঙ্গলবার বিকেএসপিতে আবার শুরু হবে অনুশীলন। সেখানে প্রতিদিন তিন সেশন অনুশীলন করে ৩০ জুলাই দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা জাতীয় দলের। কোরিয়ায় অনুশীলনের পাশাপাশি একাধিক ম্যাচ খেলতে পারে লাল-সবুজ দল। সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জাতীয় দলের কোচ জেমি ডে।

রবিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কাতারে প্রচণ্ড গরমের মধ্যে আমাদের অনুশীলন করতে হয়েছে।  মূলত ফিটনেস নিয়ে কাজ হয়েছে সেখানে। খেলোয়াড়রা এখন কয়েক দিন ছুটি পেয়েছে। এরপর বিকেএসপিতে আবার ক্যাম্প করে আমরা দক্ষিণ কোরিয়ায় যাবো। সেখানে খেলোয়াড়রা আরও ম্যাচ টাইম পাবে। কাতারে  ট্রেনিংয়ে ওদের যা যা দেখিয়েছি, অল্প সময়ের মধ্যে ওরা ভালো ভাবে তা করতে পেরেছে।’

জাতীয় দলের ইংলিশ কোচ মনে করেন, আগামী মাসে এশিয়ান গেমস খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ‘এশিয়ান গেমসে তরুণদের পারফরম্যান্স দেখবো। এই প্রতিযোগিতার অভিজ্ঞতা ছেলেরা সাফ ফুটবলে কাজে লাগাতে পারবে। সাফে সিনিয়রদের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, ওরা ৯০ মিনিট পারফর্ম করতে পারবে।’ এশিয়ান গেমসের পর সেপ্টেম্বরে বাংলাদেশে হবে সাফ ‍ফুটবল।

জেমি ডে আরও বলেছেন, ‘কাতারে প্রস্তুতি ম্যাচে আমরা সাতটা সুযোগ পেয়েছিলাম। সেগুলো থেকে দুই/তিনটা গোল করা উচিত ছিল। শাখাওয়াত রনি খুব ভালো করেছে ওখানে। ইমন বাবু ১০ নম্বর হিসেবে খেলেছে। সাদ দারুণ খেলোয়াড়। সেট পিস নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। বাফুফে সভাপতিও এটার কথা আমাদের বলেছেন।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপুর কথা, ‘কাতারে প্রস্তুতি ম্যাচে দুই হাফে দুটি দলকে খেলিয়েছেন কোচ। দেখা যাক, ৯০ মিনিটের ম্যাচে ফুটবলাররা কী করে।’

জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস জানিয়েছেন, ‘কাতারে ছেলেদের পারফরম্যান্সে আমরা খুশি। বিকেএসপিতে দ্বিতীয় পর্বের ক্যাম্পে ট্যাকটিক্যাল বিষয়ে জোর দেওয়া হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়