X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘এক বছরে ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৮:১৩আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৮:২৭

মামুনুল ইসলাম ২০০৬ সাল থেকে জাতীয় দলে নিয়মিত মুখ মামুনুল ইসলাম। অধিনায়কত্বও করেছেন বেশ কয়েক বছর। কিন্তু গত কিছুদিন পারফরম্যান্স ওঠা-নামা করছে তার। সর্বশেষ ঘরোয়া ফুটবলের পারফরম্যান্স নিয়েই এই মিডফিল্ডারের হাহাকার বেশি।

ফর্মহীনতায় ২০১৬ সালে এশিয়ান গেমসের বাছাই পর্বের হোম ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমবারের মতো বাদ পড়েছিলেন মামুনুল। যদিও অ্যাওয়ে ম্যাচ দিয়ে ফিরতে সময় নেননি। তবে আবারও খেয়েছেন ধাক্কা, এবার ইন্দোনেশিয়ার এশিয়ান গেমস ফুটবলে সিনিয়র কোটায় (২৩ বছরের বেশি বয়সী তিনজন খেলতে পারে) জায়গা হয়নি তার। এ নিয়ে মামুনুলের তেমন ক্ষোভ নেই, শুধু আফসোসই ঝরেছে কণ্ঠে।

২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনের আসরে আফগানিস্তানের বিপক্ষে মামুনুলের গোলেই জয় পেয়েছিল বাংলাদেশ। চার বছরের ব্যবধানে এই তারকা দলে নেই। মামুনুল আফসোস করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চার বছর আগের স্মৃতি কে মনে রাখে বলুন। সময়ের ব্যবধানে এখন আমি এশিয়াডের দলে নেই। এটা ভেবে একটু তো খারাপ লাগছেই।’

তবে কোনও আক্ষেপ নেই, কোচের সিদ্ধান্তে পূর্ণ শ্রদ্ধা আছে তার, ‘ফেডারেশন কিংবা কোচ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি পজিশনে তারা সেরাদের বাছাই করেছে। এটা নিয়ে রাগ করিনি।’ নিজের ভুল যে নিজেই ধরতে পারছেন এই মিডফিল্ডার, ‘এই এক বছর (গত মৌসুম) আমার এত দিনের (১৩-১৪ বছরের) ক্যারিয়ার ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। যদি পারফরম্যান্স ঠিক থাকতো, তাহলে অবশ্যই দলে থাকতাম।’

গত মৌসুমে ইনজুরি ও নানান কারণে চট্টগ্রাম আবাহনীতে ভালো খেলতে পারেননি মামুনুল। এবার দল বদলে ঢাকা আবাহনীতে এসেছেন। সাফের দলে ভালো খেলার পাশাপাশি আবাহনীতে এসে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন এই তারকা, ‘এশিয়াডে দল ভালো খেলুক, এই আশাই করি। তবে সাফের জন্য নিজেকে উজাড় করে দেবো। কাতারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও অনেক কষ্ট করেছি, যেন ঢাকার সাফে ভালো করতে পারি।’

সঙ্গে যোগ করেছেন, ‘ঘরোয়া ফুটবলে আবাহনীর হয়ে খেলব। দেখি নিজেকে কতটুকু ফিরে পেতে পারি। যত কিছুই বলি না কেন, পারফরম্যান্স দেখাতে না পারলে যে কোনও জায়গায় টিকে থাকা কঠিন। তবে এবার আগের পারফরম্যান্স দেখানোর চেষ্টা থাকবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!