X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্টোকসের বিরুদ্ধে নতুন অভিযোগ

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৮, ১৫:০২আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৫:১৫

ব্রিস্টলের আদালতে বেন স্টোকস। নাইট ক্লাবে মারামারির ঘটনায় আবার আদালতে হাজিরা দিতে হয়েছে বেন স্টোকসকে। শুনানি শুরু হওয়ায় ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকা হচ্ছে না ইংলিশ অলরাউন্ডারের। তবে শুনানিতে জানা গেলো আরও নতুন তথ্য। স্টোকস শুধু মারামারি করেননি সেদিন। ব্যঙ্গ করেছিলেন দুই সমকামীকে। আত্মরক্ষার যে কৌশলের কথা বলছেন তাতে পাওয়া যাচ্ছে উগ্র কিছুর আভাস!

স্টোকস বার বার অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিপক্ষ আইনজীবী জানিয়েছেন আত্মরক্ষায় খুব বেশি উগ্র আচরণ করেছেন স্টোকস। একজনের পেছনে সিগারেট চেপে ধরেছিলেন। সোমবার ব্রিস্টলের কোর্টে হাজিরা দেওয়ার পর এসব তথ্যই জানা গেছে। সঙ্গে অপর অভিযুক্ত রায়ান হেল ও রায়ান আলী।

প্রথম দিনের শুনানিতে জানা যায়, গত সেপ্টেম্বরে স্টোকস ও তার সতীর্থ অ্যালেক্স হেলস নাইট ক্লাব ছেড়ে গিয়েছিলেন রাত পৌনে একটায়। যদিও আচমকা আবার ২টার পর ফিরে আসেন একই ক্লাবে। ততক্ষণে ক্লাব বন্ধ হয়ে গিয়েছিল। স্টোকস নাছোড়বান্দার মতো প্রবেশের জোর চেষ্টা করলেও বাউন্সার বুঝিয়ে বলেন যে ক্লাব আপাতত বন্ধ।

স্টোকস অবশ্য স্বাভাবিক কোনও আচরণ করেননি সেদিন। আদালতে বলা হয় এরপর হতাশায় আরও উগ্র মেজাজে ছিলেন। আর এটাই ছিল ঘটনার সূত্রপাত। অপমান করেন ক্লাবের বাউন্সার অ্যান্ড্রু কানিংহামকে। সেই কানিংহাম জানান স্টোকসের নজর এরপর চলে যায় দুজন সমকামীর দিকে। সেখানে তাদের কণ্ঠ নকল করে ব্যঙ্গ করেন। যা ছিল অপমানজনক। আর এই আচরণই সব কিছুর আবহ তৈরি করেছে বলে জানানো হয় আদালতে! আদালতের কার্যক্রম এখনো চলছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা