X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিন সপ্তাহ মাঠের বাইরে নাজমুল অপু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ১৭:০০আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৭:০৮

চোট নিয়ে দ্রুত মাঠ ছেড়ে যান নাজমুল অপু। আঙুলে ২৫টি সেলাই নিয়ে আপাতত তিন সপ্তাহের বিশ্রামে যেতে হচ্ছে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে। বিশ্রাম শেষেই বোঝা যাবে পুরোপুরি সুস্থ হতে কতদিন অপেক্ষা করতে হবে তরুণ এই স্পিনারকে।

গত কিছুদিন ধরে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ নাজমুল ইসলাম অপু। বিশেষ করে কুড়ি ওভারের ক্রিকেটে অধিনায়কের দারুণ পছন্দের বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার করা শেষ ওভারেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে ফর্মে থাকা নাজমুল মাত্র ৩ বল করে মাঠ ছেড়েছেন চোটের শিকার হয়ে। ফ্লোরিডাতে তৃতীয় ম্যাচে নন-স্ট্রাইক প্রান্তে থাকা চ্যাডউইক ওয়াল্টনের বুটের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাম হাতের আঙুল।

নাজমুলের ইনুজির নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ বিশ্বাস বিস্তারিত তুলে ধরেছেন গণমাধ্যমে, ‘নাজমুল ইসলাম অপুর হাতে ক্ষত তৈরি হয়েছে। ব্যাটসম্যানের পায়ের নিচে চাপ পড়ে হাতের উল্টো পিঠে প্রায় চার জায়গায় ক্ষত তৈরি হয়েছে। যদিও এক্স-রের মাধ্যমে দেখা গেছে তার হাড়ে কোন ইনজুরি হয়নি। শুধু মাত্র সফট টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।’

দেবাশিষ আরও জানালেন, ক্ষতিগ্রস্ত স্থানে সেলাই করা হয়েছে। চোট থেকে তাকে রক্ষা করতেই সেলাই দিতে হয়েছে, ‘আপাতত সেলাই করা হয়েছে। ইনজুরিটাকে ম্যানেজ করতেই এই সেলাই। এর মধ্যে তিনটা ক্ষত খুব একটা সমস্যা করবে না। একটা ক্ষত যেহেতু জয়েন্টের উপরে, সেটা সারতে একটু সময় লাগতে পারে। আপাতত দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম নিতে হবে। এরপর বোঝা যাবে সুস্থ হতে কতটুকু সময় লাগবে। ’

অপুর হাতে কতটি সেলাই পড়েছে এমন প্রশ্নের জবাবে বিসিবির এই চিকিৎসক জানান, ‘ওর চারটা জায়গায় প্রতিটাতেই চার-পাঁচটা করে সেলাই লেগেছে। সব মিলিয়ে প্রায় ২৪-২৫টার মতো সেলাই হয়েছে।’

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে বসবে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে অপু খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে দেবাশিষ বিশ্বাস জানান, ‘আপাতত তিন সপ্তাহ সে খেলার বাইরে থাকবে। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ইনজুরি সারতে পর্যাপ্ত বিশ্রাম খুব দরকার। এরপর কিছুদিন পুনর্বাসনে থাকতে হবে। সব মিলিয়ে বলতে পারি আগামী তিন সপ্তাহের মধ্যে ওর খেলায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’