X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিমদের ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৩:০৩আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৩:১৭

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস। রঙিন পোশাকে দুই সিরিজ জিতে বৃহস্পতিবার সকালে দেশে ফিরছেন ক্রিকেটাররা। যদিও সিনিয়র ক্রিকেটারদের কেউই দেশে ফিরছেন না! সবাই লম্বা একটি সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে ব্যস্ত। বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরার কথা বাংলাদেশ দলের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, নিউইয়র্ক থেকে সব ক্রিকেটার এক সঙ্গে দেশে ফিরছেন না। দলের চার ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের সঙ্গে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও নিউইয়র্কে কয়েকদিন অবকাশ যাপন করবেন। এরপর ছুটি কাটিয়ে সুবিধা মতো সময়ে দেশে ফিরবেন।

তামিম ও মুশফিকের আগামী রবিবার কিংবা মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে। ওয়ানডে সিরিজ শেষেই দেশ থেকে মাশরাফির পরিবার যুক্তরাষ্ট্রে গিয়েছে। সেখানে সময়টা দারুণভাবে কাটাচ্ছেন ওয়ানডে অধিনায়ক। পরিবার নিয়ে মাশরাফির এই মাসের মাঝামাঝি সময়ে দেশে ফেরার কথা।

মাহমুদউল্লাহ অবশ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত থাকবেন। আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরুর আগ পর্যন্ত সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচ খেলতে পারবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন বেড়াবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের দারুণ কিছু প্রাপ্তি যোগ হয়েছে। টেস্ট সিরিজে শুরুটা হতাশার হলেও সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ তাদের আধিপত্য জানান দিয়েছে। টেস্টে হোয়াইটওয়াশের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সফরকারীরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ