X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ১৪ গোল দিলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ২০:৫৭আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০০:১৭

বাংলাদেশ দলের আক্রমণের একটি মুহূর্ত। মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। চাংলিমিথাং স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। দ্বিতীয় আসরের প্রথম ম্যাচে লাল-সবুজরা ১৪-০ গোলে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে। মিডফিল্ডার শামসুন্নাহার একাই করেছেন হ্যাটট্রিকসহ চার গোল। 
সাফে নিজেদের আধিপত্য ধরে রাখতে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকে উত্তেজনার পারদ চড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে চেপে ধরে কোন সুযোগ না দিয়ে একের পর এক জাল কাঁপিয়েছে। প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ গোলে।

৫ মিনিটে সতীর্থ খেলোয়াড়ের পাসে তহুরা খাতুন বাংলাদেশকে প্রথম এগিয়ে নেন।১৭ মিনিটে স্কোর লাইন দাঁড়ায় ২-০। মনিকা চাকমা ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন।দু’মিনিট পর আঁখির লম্বা পাসে তহুরা খাতুন হেডে বল জালে জড়িয়ে করেন ৩-০। ৩১ মিনিটে ডিফেন্ডার শামসুন্নাহার ডান দিক থেকে গোলকিপারকে পরাস্ত করে স্কোর ৪-০ করে পাকিস্তানকে আরো চাপে ফেলে দেন।

৩৯ মিনিটে অধিনায়ক মারিয়া মান্ডা বাঁ পায়ের শটে ব্যবধান আরো বাড়িয়ে দেন। পরের মিনিটে আঁখি খাতুন প্রায় ২৫ গজ দূর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন। গোলকিপার ঝাঁপিয়ে পড়েও কিছুই করতে পারেননি।

বিরতির পর বাংলাদেশ ছিল আরো দুর্বার। আট গোল আসে এই অর্ধে। মুহুর্মুহু আক্রমণে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল পাকিস্তান। যদিও শেষ রক্ষে হয়নি। পুরোটা সময়ই পাকিস্তানের রক্ষণে আক্রমণ শাণিয়েছে মেয়েরা। তাতে ৪৮ ও ৫৮ মিনিটে সাজেদা খাতুন দুই গোল করেন। ৫০,৫৪, ৫৭ ও ৯০ মিনিটে মিডফিল্ডার শামসুন্নাহার করেন আরও চার গোল। ৬০ ও ৮৮ মিনিটে ডিফেন্ডার আনাই মোগিনী দুগোল করে দলকে আরো এগিয়ে নেন।

এত বিশাল ব্যবধানে জয়ের পরেও আগের রেকর্ড ভঙ্গ করতে পারেনি বাংলাদেশ। ২০১৫ সালে ভুটানকে ১৫-০ গোলে হারিয়েছিল মেয়েদের অনূর্ধ্ব-১৪ দল। 
দিনের উদ্বোধনী ম্যাচেও ছিল উত্তেজনার ছোঁয়া। বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। তারা ১২-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে হবে ১৩ আগস্ট, সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক