X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মার্সেলোকে জুভেন্টাসে চাইছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৮, ১৭:১৪আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৭:২৬

মার্সেলোকে জুভেন্টাসে চাইছেন রোনালদো! নতুন চ্যালেঞ্জ নিতে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ভেঙেছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক। এখন সাবেক এই ক্লাব থেকেই নাকি এক সদস্যকে নতুন ক্লাবে চাইছেন পর্তুগিজ যুবরাজ! ইতালিয়ান মিডিয়ার খবর, মার্সেলোকে তুরিনের ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী করে তুলেছেন এই উইঙ্গার।

চ্যাম্পিয়নস লিগের ‘হ্যাটট্রিক’ শিরোপা জেতার দিনকয়েক পরই রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ান জিনেদিন জিদান। এরপর থেকেই ভাঙনের সুর সান্তিয়াগো বার্নাব্যুতে। রোনালদো চলে গেছেন, দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে লুকা মদরিচকে ঘিরেও। এরই মধ্যে আবার মার্সেলোর জুভেন্টাসে যোগ দেওয়ার খবর চাউর হয়েছে।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘তুত্তোস্পোর্ত’ ছেপেছে, মার্সেলোর সঙ্গে রোনালদোর যোগাযোগ হচ্ছে জুভেন্টাসে আসা নিয়ে। রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থকে তুরিনে আনার চেষ্টাও নাকি করছেন পর্তুগিজ অধিনায়ক। দুজনের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে, যেখানে মার্সেলো জুভেন্টাসের ড্রেসিং রুম ও পরিবেশের ব্যাপারে জানতে চাইছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর কাছে। ব্রাজিলিয়ান লেফটব্যাক ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিষয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছেন বলেও ছেপেছে সংবাদমাধ্যমটি।

মার্সেলোর জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জনটা শক্ত ভিত পেতে শুরু করেছে আলেক্স সান্দ্রোর দলবদলের খবর ছড়ানোর পর। ব্রাজিলিয়ান এই লেফটব্যাক নাকি তুরিনে থাকতে চাইছেন না, তাছাড়া প্যারিস সেন্ত জার্মেইও নাকি তাকে পেতে আগ্রহী। জুভেন্টাসে এই লেফটব্যাকের জায়গা পূরণেই ওঠে এসেছে মার্সেলোর নাম।

রোনালদোর সঙ্গে মার্সেলোর দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা ইউরোপিয়ান ফুটবলপ্রেমীদের অজানা নয়। রিয়ালে তাদের বোঝাপড়াটাও ছিল দুর্দান্ত। তাই জুভেন্টাসে তাদের ‘পুনর্মিলনের’ খবর একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না! মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…