X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আজ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ১০:২২আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১০:৫১

ভুটানে অনুশীলনে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে অংশ নিচ্ছে ৬টি দল। তিন দলের গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও নেপাল। তবে গোল গড়ে অনেক এগিয়ে লাল-সবুজের দল। আজ তাই ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে মারিয়া-আঁখিরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের মেয়েরা এখন ফুরফুরে মেজাজে। একই প্রতিপক্ষকে ৪-০ গোলে হারানো নেপাল বরং বেশ চাপে আছে। গ্রুপে রানার্স-আপ হলে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। চাপে তো থাকারই কথা!

বাংলাদেশ অবশ্য জয়ের লক্ষ্যেই মাঠে নামবে আজ। রবিবার প্রায় দেড় ঘণ্টা অনুশীলনের পর বর্তমান চ্যাম্পিয়নদের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমাদের অনুশীলন ভালো হয়েছে। খেলোয়াড়রা দারুণ আত্মবিশ্বাসী। প্রত্যেকে নিজের শতভাগ দিয়ে নেপালকে হারানোর অপেক্ষায় আছে। আমরা শুধু জয়ের চিন্তা করছি, অন্য কিছু নয়।’

গত ডিসেম্বরে চ্যাম্পিয়ন হওয়ার পথে লিগ পর্বে নেপালকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে হ্যাটট্রিক করা ফরোয়ার্ড তহুরা খাতুন আজকেও জ্বলে উঠতে আত্মবিশ্বাসী, ‘নেপালের সঙ্গে আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলাম, এবারও ভালো খেলতে চাই। পাকিস্তানের বিপক্ষে দুই গোল করেছি, নেপালের বিপক্ষেও গোল করে দলকে জয় এনে দিতে চাই। তবে নেপাল এত সহজ প্রতিপক্ষ নয়, তাদের দলে কয়েকজন ভালো খেলোয়াড় আছে।’

বাংলাদেশের ডিফেন্ডার আনাই মোগিনীর কথা, ‘পাকিস্তানের বিপক্ষে নেপালের খেলা দেখে ওদের দুর্বলতা ধরতে পেরেছি। কীভাবে নেপালের বিপক্ষে খেলতে হবে, তা আমাদের কাছে এখন পরিষ্কার। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরাই জিতবো। আর জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আমাদের।’

অন্যদিকে নেপালের কোচ গঙ্গা গুরুং বলেছেন, ‘বাংলাদেশ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এবং অত্যন্ত শক্তিশালী দল। তবে আমাদেরও কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আমরা জেতার জন্যই মাঠে নামবো।’



/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি