X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোনালদোয় বদলে যাওয়া ইতালিয়ান ফুটবল দেখছেন ম্যাথাউস

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৮, ১৯:২৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২২:৩০

রোনালদোয় বদলে যাওয়া ইতালিয়ান ফুটবল দেখছেন ম্যাথাউস ছেড়ে গেছেন রিয়াল মাদ্রিদ, ক্রিস্তিয়ানো রোনালদোর নতুন ঠিকানা এখন জুভেন্টাস। পর্তুগিজ যুবরাজকে পেয়ে ইতালিয়ান সিরি ‘এ’ হারানো গৌরব ফিরে পাবে বলে মত ফুটবল বিশ্লেষকদের। জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসও মনে করছেন তা।

গ্রীষ্মের দলবদলে আচমকা সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যান রোনালদো। স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি জমান ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফারে। তাকে পেয়ে শুধু জুভেন্টাস নয়, ইতালিয়ান ফুটবলেরই নতুন দিনের শুরু হবে বলে মনে করছেন ম্যাথাউস। আর পর্তুগিজ যুবরাজের লক্ষ্য যে চ্যাম্পিয়নস লিগ হবে, সেটাও বলেছেন তিনি জার্মান ম্যাগাজিন ‘বিল্ড’কে দেওয়া সাক্ষাৎকারে।

সিরি ‘এ’তে জুভেন্টাসের রাজত্ব চলছে গত কয়েক বছর ধরে। সবশেষ সাত বছরে প্রত্যেকবার তারা ঘরে তুলেছে স্কুদেত্তো। ঘরোয়া ফুটবলে সাফল্যের বৃষ্টিতে ভিজলেও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বে মোটেও সুবিধা করতে পারছে না। চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন উঁকি দিলেও শেষ পর্যন্ত ধরা দিচ্ছে না। রোনালদোর ছোঁয়ায় সেই আক্ষেপ দূর করার স্বপ্ন এখন জুভেন্টাসের।

ম্যাথাউসও সেটাই মনে করছেন, “এই দলবদলটা ফুটবল ও মার্কেটিং দুই জায়গার জন্যই গুরুত্বপূর্ণ। রোনালদোকে ঘিরে মানুষের মধ্যে যে উত্তেজনা, তাতে সিরি ‘এ’ অনেক লাভবান হবে। বদলে যাবে তাদের দৃশ্যপট।’ সঙ্গে যোগ করেছেন, ‘রোনালদো তার ফুটবল বয়সে খুব বেশি দিন আর থাকতে পারবে না। তাই আমার মনে হয় সে চ্যাম্পিয়নস লিগের দিকেই নজর দেবে।”

গত মৌসুমে স্কুদেত্তো জয়ের স্বপ্ন দেখলেও নাপোলিকে দ্বিতীয় হয়েই শেষ করতে হয় মৌসুম। যদিও এবার তাদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। নেপলসের ক্লাবটির প্রধান কোচ মাউরিসিও সারি ও তারকা মিডফিল্ডার জরিজিনিয়ো চলে গেছেন। তাই ম্যাথাউসের বাজি এবার ইন্টার মিলান। নিজের সাবেক ক্লাবের সম্ভাবনা দেখছেন জুভেন্টাসকে চ্যালেঞ্জ জানানোর। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়