X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সাকিবই নেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ২০:০৫আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২০:১৩

বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগে ধারাবাহিকভাবে পারফর্ম করা ক্রিকেটারকে কে-ই বা হারাতে চায়! আগামী মাসে সাকিব আল হাসানকে নিয়েই এশিয়া কাপের লড়াইয়ে নামতে চায় বাংলাদেশ। কিন্তু বাধ সেধেছে বিশ্বসেরা অলরাউন্ডারের আঙুলের ইনজুরি। সেরে ওঠার জন্য অস্ত্রোপচারের বিকল্প নেই। তবে ছুরি-কাঁচির নিচে যাওয়া মানেই এশিয়া কাপ মিস। বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য  অস্ত্রোপচারের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন সাকিবের ওপর।

গত রবিবার হজ করতে দেশ ছেড়েছেন সাকিব। আগামীকাল (বুধবার) নাজমুল হাসানও হজ করতে রওনা হবেন সৌদি আরবের পথে। সেখানেই অস্ত্রোপচারের বিষয়ে আলোচনা হবে দুজনের মধ্যে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘হাতে ব্যথা থাকলে সাকিব এশিয়া কাপে খেলতে পারবে না। যদি পরে করার সুযোগ থাকে তাহলে আমরা  চাই সে জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় অস্ত্রোপচার করুক। সেটা দলের জন্যও ভালো হবে। তবে সব কিছু নির্ভর করছে দলের ফিজিও, ডাক্তার ও সাকিবের ওপর।’

নাজমুল হাসান আরও জানিয়েছেন, “সৌদি আরব যাওয়ার আগে সাকিব আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল সে কী করবে। আমি ওকে বলেছি, ‘তোমার যদি হাতে ব্যথা থাকে আর তুমি যদি মনে করো ব্যথা নিয়ে খেললে পরে সমস্যা হবে, তাহলে অস্ত্রোপচার করে ফেলো।’ আমি আরও বলেছি, ‘তুমি যদি মনে করো এশিয়া কাপে খেলা সম্ভব, তাহলে এশিয়া কাপের পরেই অস্ত্রোপচার করো। সেটা  দলের জন্যও ভালো হবে। তবে তোমার ওপরেই রইলো সিদ্ধান্তের ভার।”

বাঁ হাতের কড়ে আঙুলে ব্যথা থাকলেও ইনজেকশন নিয়ে টানা তিনটি সিরিজ খেলেছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার পর বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, সেরে ওঠার জন্য অস্ত্রোপচার করাতে হবে তাকে। গত বৃহস্পতিবার নাজমুল হাসান বলেছিলেন, এশিয়া কাপে সাকিবকে দলে চান তিনি। তবে এখন এ বিষয়ে সিদ্ধান্তের ভার সাকিবের ওপরে ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা