X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুপার কাপে রিয়ালের টানা তিনের হাতছানি

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ১২:২১আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১২:৫৫

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ক্লাব হিসেবে নতুন পরীক্ষায় নামতে হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো আর জিনেদিন জিদানকে ছাড়া উয়েফা সুপার কাপ খেলতে মাঠে নামছে জায়ান্টরা। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচটি হবে বুধবার দিবাগত রাত ১টায়।

পরিবর্তিত অবস্থায় নতুন কোচ লোপেতেগিকেও দিতে হবে পরীক্ষা। টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা রিয়ালকে এবার হাতছানি দিচ্ছে টানা তৃতীয়বার উয়েফা সুপার জয়। অবশ্য তাতে বাধা অ্যাতলেতিকো মাদ্রিদ। দলটা নগরপ্রতিদ্বন্দ্বী বলেই পরিস্থিতি বরং প্রতিকূল। কারণ লা লিগায় সিমিওনের দলটাই রিয়ালকে পেলে হয়ে ওঠে খেপাটে। পুরনো পরিসংখ্যানও বলে সে কথা। লা লিগায় ১০ ম্যাচে রিয়ালের জয় মাত্র একটিতে!

রিয়াল মাদ্রিদের প্রাণভোমরার কমতি যেখানে সেখানে অ্যাতলেতিকোর হয়ে মাঠে নামার কথা আন্তোয়ান গ্রিজমানের। নতুন চুক্তি করা থমাস লেমার, রদ্রি, নিকোলা কালিনিচ, গেলসন মার্টিনস ও সান্তিয়াগো আরিয়াস; সবাই এস্তোনিয়ায় দলের সঙ্গে এসেছেন।

অবশ্য প্রাপ্তির এমন তালিকায় হতাশার খবর আছে অ্যাতলেতিকোর। নিষিদ্ধ থাকায় টাচ লাইনে দেখা যাবেন না কোচ সিমিওনেকে। চার ম্যাচের নিষেধাজ্ঞায় তৃতীয় ম্যাচের মতো টাচ লাইনে থাকবেন না। তবে ম্যাচের সেরাটা পেতে শিষ্যদের সব উজাড় করে দিতে বলেছেন সিমিওনে, ‘এই ম্যাচে সেরাটা দিতেই প্রস্তুত থাকবো, যেটা আসলে আমরা চাই।’ তবে সিমিওনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আবেগ ও প্রত্যাশা। তিনি মনে করেন আবেগের দিক দিয়ে যারা এগিয়ে তারাই নির্ধারণ করবে জয়।

অপর দিকে রিয়ালের হয়ে আনুষ্ঠানিকতার প্রথম ম্যাটে ডাগ আউট সমালাবেন লোপেতেগি। প্রথম ম্যাচ হওয়ায় জয়ের দিকে মুখিয়ে রিয়াল কোচ, ‘শারীরিক ও কৌশলের দিক দিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। স্বাভাবিকভাবে দুই দলই সেরাটা দিতে চাইবে। আমরা এই মুহূর্তে অ্যাতলেতিকোকে হারাতে লক্ষ্য নির্ধারণ করেছি।’

যে দলই জিতুক শিরোপা যাচ্ছে স্পেনেই। ৫ বছরে চারবারের মতো স্প্যানিশ দুই দল সুপার কাপে খেলবে। সুপার কাপে স্প্যানিশদের আধিপত্য। শিরোপা জয় ১৫ বার। ইতালীয়দের জয় ৯বার আর ইংল্যান্ডের জয় ৭ বার। তবে সব কিছু ছাপিয়ে রিয়াল মাদ্রিদের অনন্য কীর্তির দিকে মুখিয়ে আছে সবাই। টানা তৃতীয়বার উয়েফা সুপার কাপ জেতার হাতছানি স্প্যানিশ জায়ান্টদের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা