X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

গ্রিয়েজমানের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা দেখছেন সিমিওনে

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ২০:০২আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২০:০২

আন্তোয়ান গ্রিয়েজমান অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সিতে জিতেছেন ইউরোপা লিগের শিরোপা। জাতীয় দলের জার্সিতে তো আন্তোয়ান গ্রিয়েজমান ছাড়িয়ে গেছেন সবকিছুকে! রাশিয়া বিশ্বকাপ জিতেছেন তিনি ফ্রান্সের হয়ে। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের ব্যালন ডি’অর জেতার ‘ভালো সম্ভাবনা’ দেখছেন অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে।

গত মে মাসে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে অ্যাতলেতিকোর ইউরোপা লিগ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গ্রিয়েজমান। ওই ম্যাচে জোড়া লক্ষ্যভেদ করা ফরাসি তারকা বিশ্বকাপেও কাটিয়েছেন দুর্দান্ত সময়। ফ্রান্সকে দ্বিতীয় শিরোপা এনে দেওয়ার পথে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে পেনাল্টি থেকে করেছিলেন গুরুত্বপূর্ণ গোল। তাই সামনের ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার এই ফরোয়ার্ড।

যদিও ফুটবলের ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মর্যাদার পুরস্কারটি হয়ে গেছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। গত দশ বছরে পাঁচবার করে ভাগ করে নিয়েছেন তারা পুরস্কারটি। তবে এবার তাদের রাজত্বে গ্রিয়েজমান হানা দিতে পারে বলে মনে করছেন সিমিওনে।

অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ বলেছেন, “ব্যালন ডি’অরই সিদ্ধান্ত নেবে কে আসলে এই জায়গাটির জন্য যোগ্য। তবে এটা পরিষ্কার যে, গ্রিয়েজমান ভালো জায়গায় আছে (পুরস্কারটি জেতার জন্য)।’ সঙ্গে যোগ করেছেন, ‘ফুটবল একটা চমৎকার খেলা, যেখানে সবার বেলার একই কথা খাটে না- আপনি অন্য উপায়েও জিততে পারেন। আমরা যেটা আরেকবার দেখেছি ফ্রান্সের বিশ্বকাপ জেতার মাধ্যমে, যেখানে অ্যাতলেতিকোর সঙ্গে সামান্য কিছু জায়গায় মিল ছিল।’

গ্রীষ্মের দলবদলের আগে গ্রিয়েজমানের বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন ওড়াউড়ি করেছিল খুব। এমনকি কাতালানরা তার জন্য ‘৭ নম্বর’ জার্সি রেখে দিয়েছিল বলেও খবর ছেপেছিল স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। যদিও বার্সেলোনাকে হতাশ করে অ্যাতলেতিকোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিয়েছেন ফরাসি তারকা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি