X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পান্ডিয়াকে অলরাউন্ডার মানছেন না হরভজন

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ২২:৫৪আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২২:৫৪

হার্দিক পান্ডিয়া একজন পেস বোলার অলরাউন্ডারের খোঁজ ভারতের অনেক দিনের। হার্দিক পান্ডিয়ার আগমনে সেই অপেক্ষায় অবসান হয় ভারতের। যদিও ইংলিশ কন্ডিশনে একেবারেই বিবর্ণ দেখাচ্ছে তাকে। দেশটির অভিজ্ঞ স্পিনার হরভজন সিং তাই তার নামের পাশ থেকে ‘অলরাউন্ডার’ ট্যাগ মুছে দিতে চাইছেন।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দাঁড়াতেই পারছে না ভারত। ইংলিশ কন্ডিশনে ভারতীয় ব্যাটসম্যানদের দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। প্রথম টেস্টে বিরাট কোহলির ১৪৯ রান এখন পর্যন্ত ব্যাট হাতে সফরকারীদের সবচেয়ে বড় প্রাপ্তি। সবার ব্যর্থতার মাঝে হরভজন বেশি ক্ষুব্ধ পান্ডিয়ার পারফরম্যান্সে। ব্যাট কিংবা বল কোনও বিভাগেই কিছু করতে না পারায় তাকে অলরাউন্ডার বলতে নারাজ এই স্পিনার।

ইংলিশ অলরাউন্ডারদের পারফরম্যান্স তুলে ধরে পান্ডিয়ার ব্যর্থতা আঙুল দিয়ে ‍দেখিয়ে দিয়েছেন হরভজন। ভারতীয় সংবাদমাধ্যম ‘আজতাক’কে তিনি বলেছেন, ‘সে (হার্দিক পান্ডিয়া) ব্যাটসম্যান হিসেবে বেশি রান করতে পারছে না এবং অধিনায়ক তার হাতে বল তুলে দিতে খুব একটা আত্মবিশ্বাস দেখাচ্ছে না। সে যদি এই ধরনের কন্ডিশনে বল করতে না পারে, তাহলে সেটা তার ও ভারতের ভবিষ্যতের জন্য কঠিন কিছুর ইঙ্গিত দিচ্ছে।’

বেন স্টোকস, স্যাম কারান ও ক্রিস ওকস তাদের অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে এজবাস্টন ও লর্ডস টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাগতিকরা অলরাউন্ডার পারলে পান্ডিয়া কেন পারছেন না, সেটাই প্রশ্ন হরভজনের মনে। তাই পান্ডিয়ার নামের পাশ থেকে অলরাউন্ডার বিশেষণ তুলে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন তিনি, ‘তার অলরাউন্ডার ট্যাগ মুছে দেওয়া উচিত আমাদের, যেখানে অন্য অলরাউন্ডাররা ব্যাট ও বল দুই বিভাগেই অবদান রাখছে। স্টোকস, কারান প্রথম টেস্টে করেছে, ওকস করলো এই (লর্ডস) টেস্টে।’

কপিল দেবের সঙ্গে পান্ডিয়াকে তুলনায় দাঁড় করানো নিয়ে তার ঘোর আপত্তি, ‘ইংলিশ অলরাউন্ডাররা যা করছে, তার কাছ থেকেও সে রকম কিছু প্রত্যাশা ছিল। সে তো আর রাতারাতি কপিল দেব হয়ে যেতে পারবে না!’

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি হেরে সিরিজ হারের শঙ্কায় ভারত। ব্যর্থতার প্রথম দুই টেস্টে পান্ডিয়া চার ইনিংসে করেছেন ৯০ রান, আর বল হাতে নিয়েছেন মাত্র ৩ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন