X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রিয়ালকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০১৮, ১১:১৭আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১১:২৫

ট্রফি হাতে অ্যাতলেতিকোর উৎসব ইউরোপিয়ান মঞ্চে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়খরা কাটালো অ্যাতলেতিকো মাদ্রিদ। বুধবার এস্তোনিয়ার তাল্লিনে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ৪-২ গোলে জিতে উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন হলো তারা।

টানা চার বছর চ্যাম্পিয়নস লিগে নগর প্রতিদ্বন্দ্বীর কাছে হারতে হয়েছে অ্যাতলেতিকোকে। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে রিয়াল জিতে হাতে নেয় ট্রফি। ২০১৫ ও ২০১৭ সালেও নকআউটে তাদের কাছে হেরে বিদায় নিতে হয় সিমিওনির শিষ্যদের। এবার সেই হারের বৃত্ত থেকে বেরিয়ে ২০১০ ও ২০১২ সালের পর সুপার কাপ জিতলো অ্যাতলেতিকো।

জিনেদিন জিদান কোচের দায়িত্ব ছাড়ার পর ক্রিস্তিয়ানো রোনালদো চলে গেছেন জুভেন্টাসে। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপা এনে দেওয়া কোচ ও ফরোয়ার্ডের বিদায়ের পর রিয়ালের অগ্নিপরীক্ষা ছিল সুপার কাপে। রোনালদোকে হারানোর প্রভাব ভালোভাবে টের পেয়েছে তারা নগর প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে।

মিনিটের মধ্যেই অ্যাতলেতিকোকে এগিয়ে দিলেন কস্তা চ্যাম্পিয়নস লিগ জয়ীদের বিপক্ষে ইউরোপা লিগের চ্যাম্পিয়নরা মাত্র ৪৯ সেকেন্ডের গোলে দারুণ শুরু করে। লম্বা পাস ধরে আড়াআড়ি শটে জালে বল জড়ান ডিয়েগো কস্তা।

সর্বকালের শীর্ষ গোলদাতাকে ছাড়া প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে কঠিন পরীক্ষায় হার না মানা লড়াই করে রিয়াল। যার পুরস্কার তারা পায় ২৭তম মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে করিম বেনজিমার গোলে।

ওখানেই থামেনি রিয়াল। ৬৯ মিনিটে অ্যাতলেতিকোর ডিবক্সে হুয়ানফ্রানের হাতে বল লাগলে পেনাল্টি পায় তারা। তাতে সের্হিয়ো রামোস এগিয়ে দেন ইউরোপ চ্যাম্পিয়নদের। রিয়ালের দাপটে আবারও হারের শঙ্কায় পড়ে অ্যাতলেতিকো।

ম্যাচ জয়ের নায়ক কস্তা কিন্তু ডিয়েগো সিমিওনির দল দাঁত কামড়ে লড়াই করে গেছে। যাতে ৭৯ মিনিটে সমতা ফেরায় অ্যাতলেতিকো। গোলমুখের অনেক কাছ থেকে লক্ষ্যভেদ করেন কস্তা।

যোগ করা সময়ে রিয়াল ম্যাচ জেতানো গোল পেতে পারতো। কিন্তু বেলের ক্রস নিয়ন্ত্রণ করতে গিয়ে পিছলে পড়ে যান মার্সেলো। এতে অতিরিক্ত সময়ে গড়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

অতিরিক্ত সময়ের শুরুতেও ব্যাকফুটে ছিল অ্যাতলেতিকো। কিন্তু প্রতিপক্ষকে চাপে রাখতে মরিয়া ছিল তারা। রাফায়েল ভারানে পা থেকে বল হারালে থমাস পার্টের ক্রস থেকে ৯৮ মিনিটে অসাধারণ ভলিতে ৩-২ করেন সাউল নিগুয়েস। আর ৬ মিনিট পর কোকের গোলে অ্যাতলেতিকো নিশ্চিত করে তাদের তৃতীয় সুপার কাপ শিরোপা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা