X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এগিয়ে গিয়েও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৭:২১আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৭:২১

এগিয়ে গিয়েও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ড্র উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারের পর থাইল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল বাংলাদেশের। এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় ম্যাচে দারুণ ছন্দে ফিরলেও ধরে রাখতে পারেনি। এগিয়ে গিয়েও থাইদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশকে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে সমতা ফেরায় থাইল্যান্ড। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পাকানসারি স্টেডিয়ামে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়ে নষ্ট করে।

কাতারের সঙ্গে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা থাইল্যান্ড বল দখলে এগিয়ে ছিল। একাধিক আক্রমণেও গেছে তারা, কিন্তু বাংলাদেশের রক্ষণ তাদের ভালোভাবে সামাল দেয়। প্রথমার্ধে কোনও গোল করতে দেয়নি তারা প্রতিপক্ষকে।

পাশাপাশি সুযোগ নষ্ট করেছে বাংলাদেশও। ৮ মিনিটে মাহবুবুর রহমান সুফিল থাই গোলরক্ষককে একা পেয়েও তার পায়ে বল মারেন। ২০ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে হেড নেওয়ার আগেই গোলরক্ষক বল বিপদমুক্ত করেন। ৩৬ মিনিটে বিপুলের কাছ থেকে ডিবক্সের বল পেয়েও সুফিলের দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এই সুযোগ নষ্টের আক্ষেপ বাংলাদেশ কাটিয়ে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে তপুর ব্যাক হেড থেকে সুফিল আলতো ছোঁয়ায় গোল করেন। এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ রক্ষণে মনোযোগ দেয়। এই সুযোগে থাইল্যান্ড একের পর এক আক্রমণ করতে থাকে। সুফলও পায় তারা খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে।

বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বল ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি, ডিবক্সের ভেতরে বদলি খেলোয়াড় চাইদেদ সুপাইচাই বল পেয়ে জোরালো শটে সমতা ফেরান। শেষ দিকে থাইল্যান্ড আরও সুযোগ নষ্ট করায় ম্যাচ ড্র হয়।

আগামী ১৯ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা