X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ক্যারিবিয়ান সফরে ঘুরে দাঁড়ানোর মন্ত্র জানালেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ২০:০৪আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২০:০৪

গায়ানার প্রথম ওয়ানডেতে তামিম-সাকিব গড়েন ২০৭ রানের জুটি গায়ানার প্রভিডেন্সে প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ২০৭ রানের জুটির ওপর ভর করে বাংলাদেশ দাঁড় করায় ২৯৭ রানের সংগ্রহ। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। সাকিবের সঙ্গে গড়া ওই জুটিকেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ জয়ের মন্ত্র হিসেবে দেখছেন তামিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই ঘুরে দাঁড়ানোর মঞ্চ তৈরি করে দিয়েছে তামিম-সাকিবের দুর্দান্ত এক জুটি। প্রভিডেন্সে সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব-তামিমের বিশাল জুটি থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় বাংলাদেশ।

অন্তত তামিম মনে করছেন এমনটাই, ‘সাকিবও তার স্বাভাবিক খেলার চেয়ে ভিন্ন ধাঁচে খেলেছে। শুরুতে ওই উইকেটে কিছুই করা যাচ্ছিল না। ম্যাচের ৩০ ওভারের পরে উইকেট কিছুটা সহজ হয়েছিল। কেউ একজন আউট হয়ে গেলে এতো বড় জুটি হতো না। তখন ম্যাচের গতিপথ ভিন্ন হতে পারতো। এই জুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় প্রভাব ফেলেছিল। আমার কাছে মনে হয় আমাদের দুজনের জন্য এটা ছিল বিশেষ পারফরম্যান্স।’

এর আগে ওয়ানডেতে ৩০বার একসঙ্গে ব্যাট করেছেন তামিম-সাকিব। গায়ানার আগে তাদের জুটিতে সর্বোচ্চ ১৪৪ রান এসেছিল ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। জুটি নিয়ে তামিম বলেছেন, ‘জুটিটা অনেক গুরুত্বপূর্ণ ছিল টেস্ট সিরিজ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য। ওই উইকেটে ব্যাট করা কোনোভাবেই সহজ ছিল না। সেই সময় যদি আমি অথবা সাকিব উইকেট ছুঁড়ে ফেলতাম, তাহলে বিষয়টা আরও কঠিন হতো। কারণ অনেক ডট বল হচ্ছিলো। আমাদের মনোযোগ ঠিক ছিল, আমরা জানতাম এই উইকেটে স্কোরবোর্ডের দিকে না তাকিয়ে টিকে থাকাই রান করার একমাত্র উপায়।’

সাকিবের সঙ্গে ওই জুটির সঙ্গে মাশরাফির দলে যোগ দেওয়াটাকে ঘুরে দাঁড়ানোর বড় অস্ত্র হিসেবে দেখছেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সম্পর্কে এই ওপেনারের বক্তব্য, ‘ওয়ানডে সিরিজে আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনে মাশরাফি ভাইয়ের দলে ফেরাটা বড় ভূমিকা রেখেছে। তিনি হয়তো অন্যের হয়ে ব্যাটিং ও বোলিং করে দেননি, কিন্তু দলের অভ্যন্তরীণ পরিবেশ পরিবর্তন করতে অনেক সাহায্য করেছেন। একটা বাজে টেস্ট সিরিজের পর খেলোয়াড়দের মধ্যে অনেক নেতিবাচক মনোভাব থাকে। মাশরাফি ভাই দলের মধ্যে ইতিবাচক মনোভাবটা নিয়ে এসেছেন এবং সবার মধ্যে তা ছড়িয়ে দিয়েছেন।’

সীমিত ওভারের ক্রিকেটের দুটি সিরিজ জিতলেও টেস্ট সিরিজে টাইগারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। টেস্টের ব্যর্থতার কারণ ব্যাখ্যায় তামিম বলেছেন, ‘টেস্ট সিরিজে আমাদের যেভাবে খেলা উচিত ছিল, তার ধারে কাছেও আমরা খেলতে পারিনি। অনেকে উইকেট ও বলের (ডিউজ) কথা বলছে। কিন্তু আমি বিশ্বাস করি এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আমাদের রয়েছে। টেস্ট সিরিজে মানসিকভাবে পিছিয়ে ছিলাম আমরা।’
টেস্ট ক্রিকেটে দেশের বাইরে সাফল্য আসছে না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি হেরেছিল ইনিংস ও ২১৯ রানে। দ্বিতীয় টেস্টে অবস্থার কিছু উন্নতি হলেও ফলে কোনও পরিবর্তন আসেনি, হার ১৬৬ রানে।

অবস্থার পরিবর্তন করতে নিজেদের মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান তামিমের, ‘দেখেন, ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে। সব সুযোগ-সুবিধা দেওয়ার পরও খেলোয়াড়দের মধ্যে চ্যালেঞ্জটা না থাকলে তো কোনও লাভ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকা।’ সঙ্গে যোগ করলেন, ‘কন্ডিশন যেমনই হোক আমাদের চ্যালেঞ্জ নিতে শিখতে হবে। বিসিবি আমাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। তারা তো আমাদের হাত ধরে খেলিয়ে দিতে পারবে না, আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি