X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাকির আলীর কাছে বাংলাদেশ ‘সেকেন্ড হোম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১৯:৫৫আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৯:৫৭

পাকির আলী এখন এক সময় ছিলেন ঢাকার ফুটবলের জনপ্রিয় তারকা, আর এখন শ্রীলঙ্কা দলের কোচ। শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার পাকির আলীর জীবনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ।

গত শতাব্দীর আশির দশকে আবাহনীর অনেক সাফল্যের রূপকার বাংলাদেশে আসছেন আবার। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবলে শ্রীলঙ্কা খেলবে তান অধীনে। খেলোয়াড়ি-জীবন শেষে ঢাকার পিডাব্লিউডি, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং জীবনের-সঙ্গে-জড়িয়ে-থাকা আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন তিনি। নিজেই বলেন, বাংলাদেশ তার ‘সেকেন্ড হোম’। দ্বিতীয় বাড়িতে পা রাখার আগে রোমাঞ্চিত পাকির আলী।

সাফ ফুটবলের প্রস্তুতি হিসেবে ২৯ আগস্ট নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে পা রাখার জন্য পাকির আলীর তর সইছে না। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ভাবতেই ভালো লাগছে আবার বাংলাদেশে যাচ্ছি। পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। দীর্ঘদিন আবাহনী ক্লাবে খেলেছি, আবাহনী সহ ঢাকার কয়েকটি ক্লাবে কোচিং করিয়েছি। সে সব দিনের কথা আমার স্মৃতিতে উজ্জ্বল। বাংলাদেশ তো আমার ‍সেকেন্ড হোম, ক্যারিয়ারের একটা বড় অংশ এদেশেই কেটেছে।’

আবাহনীতে খেলার সময় পাকির আলী আবাহনীর জার্সিতে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন তিনি, পেয়েছেন ভক্তদের প্রাণঢালা ভালোবাসা। তবে ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে) একটা তিক্ত অভিজ্ঞতার কথা আজও ভুলতে পারেন না পাকির আলী, ‘আমরা শিরোপা উদযাপন করছিলাম। তখন মাঠের মধ্যে হাজারো দর্শক। সেই সময় আমার গলা থেকে কে যেন দুটো সোনার চেন টান দিয়ে নিয়ে যায়! এত আনন্দের মধ্যেও এই ঘটনায় খুব খারাপ লেগেছিল আমার। পরে অবশ্য আবাহনীর কর্মকর্তা ববি ভাই এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর এক কর্মকর্তা আমাকে চেন উপহার দিয়েছিলেন।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া