X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু জাতীয় ক্রিকেট লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ১৯:০৩আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৯:০৩

অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু জাতীয় ক্রিকেট লিগ জাতীয় লিগ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। দিনক্ষণ চূড়ান্ত না হলেও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে এনসিএল শুরু হবে। এর আগে ক্রিকেটাররা তাদের ফিটনেসের ঘাটতি দূর করতে পারবে।

গত কয়েক আসরের মতো এবারও এনসিএল হবে দুই স্তরে, যেখানে চারটি করে মোট আটটি দল অংশ নেবে। তবে শুরুতে জাতীয় দলের ক্রিকেটাররা হয়তো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। ১৬ অক্টোবর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা জিম্বাবুয়ের। সেদিকে ইঙ্গিত করে নান্নুর মন্তব্য, ‘প্ল্যাটফর্ম শক্তিশালী হলে যে কোনও লেভেলেই ভালো ক্রিকেট খেলা যায়। সেটি মাথায় রেখে আমরা এনসিএল শুরু করতে চাই। যদিও শুরুর দিকে জাতীয় দলের ক্রিকেটাররা হয়তো দুই- একটা রাউন্ডে খেলার সুযোগ পাবে।’

প্রথম কয়েকটি মৌসুম জমকালো হলেও ধীরে-ধীরে জৌলুস হারিয়ে এখন অনাকর্ষণীয় প্রতিযোগিতায় পরিণত হয়েছে এনসিএল। এ মৌসুমে এনসিএলের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার প্রধান নির্বাচকের কণ্ঠে, ‘টেস্ট ক্রিকেটে ভালো ফল করতে চাইলে প্রথম শ্রেণির ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে হবে। আশা করি, এ বছর আমরা এনসিএলকে আকর্ষণীয় করে তুলতে পারবো।'

প্রথম শ্রেণির ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গে নান্নু তিনি বলেছেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক চুক্তিভিত্তিক ক্রিকেটার রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমরা ক্যাম্প শুরু করবো। জাতীয় দলের ক্রিকেটারদের মতো অন্য ক্রিকেটারদের ফিটনেস লেভেলও একই রকম রাখতে ফিটনেস ট্রেনার কাজ করবেন।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক