X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তামিমের ওপেনিং সঙ্গীর খোঁজে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ২২:১৫আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২২:১৫

তামিমের উদ্বোধনী সঙ্গীর খোঁজ পাওয়াই ভার। ছবি-সাজ্জাদ হোসেন বাংলাদেশ দলে তামিম ইকবাল ‘অটোমেটিক চয়েজ’, কিন্তু ওয়ানডেতে তার উদ্বোধনী সঙ্গীর খোঁজ পাওয়াই ভার! শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, জুনায়েদ সিদ্দিকী, শামসুর রহমান শুভ, ইমরুল কায়েস সুযোগ পেলেও থিতু হতে পারেননি। সাম্প্রতিক সময়ে সৌম্য সরকার, লিটন দাস আর এনামুল হক বিজয় ওপেনিংয়ে সঙ্গী ছিলেন তামিমের। কিন্তু কারও পারফরম্যান্সই বলার মতো নয়।

আগামী মাসে আবুধাবি-দুবাইয়ে অনুষ্ঠেয় এশিয়া কাপে কে হবেন তামিমের সঙ্গী? এটা এখন কোটি টাকার প্রশ্ন! সৌম্য, লিটন আর এনামুলের মধ্যে যে কারও ওপেন করার সম্ভাবনাই বেশি।

এ বছর ৭টি ওয়ানডে খেলেছেন এনামুল। এই ৭ ম্যাচে তার মোট রান ৮৮, সর্বোচ্চ ৩৫। ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডে খেলা এই ডানহাতি ব্যাটসম্যানের সংগ্রহ ০, ২৩ ও ১০ রান।

এনামুলের ব্যর্থতা সম্ভাবনার দরজা খুলে দিয়েছে সৌম্য আর লিটনের সামনে। ক্যারিবিয়ানে দুজনের কেউই ওয়ানডেতে সুযোগ পাননি। কিন্তু টি-টোয়েন্টিতে জ্বলে উঠেছেন দুজনেই—লিটন ওয়েস্ট ইন্ডিজে আর সৌম্য আয়ারল্যান্ডে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে। শেষ টি-টোয়েন্টিতে লিটনের ঝড়ো ৬১ রান সিরিজ জয়ের পথ প্রশস্ত করেছে টাইগারদের। সৌম্য ওয়েস্ট ইন্ডিজে ব্যর্থ হয়েছেন, তিনটি টি-টোয়েন্টিতে করেছেন মাত্র ১৯ রান। তবে ক্যারিবিয়ান সফর শেষে আইরিশদের মাটিতে পা রেখেই তিনি খেলেছেন ৫৭ ও ৪৭ রানের দুটো ম্যাচ জেতানো ইনিংস।

আয়ারল্যান্ড সফরের পারফরম্যান্স যে জাতীয় দল গঠনে প্রভাব ফেলতে পারে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় সেটা স্পষ্ট, ‘আয়ারল্যান্ড সফরের পারফরম্যান্সের দিকে আমাদের নজর আছে। সৌম্য সরকার সেখানে টি-টোয়েন্টিতে ভালো খেলেছে, আফিফও ভালো খেলেছে। আল-আমিনের পারফরম্যান্সও নজর কেড়েছে আমাদের। পেস বোলারদের মধ্যে খালেদ, শরিফুল, সাইফুদ্দিন ভালো বোলিং করেছে। সব মিলিয়ে আমাদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স হয়েছে। জাতীয় দল নির্বাচনের সময় এদের থেকেই হয়তো শূন্যতা পূরণ করতে পারবো আমরা।’

বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সৌম্য সম্পর্কে মিনহাজুল বলেছিলেন, ‘আমি মনে করি, বয়স কম হলেও ওর মধ্যে প্রতিভা আছে। আশা করি, সে দ্রুত ফর্ম ফিরে পাবে। আর সেটা দলেরও কাজে আসবে।’

ওয়েস্ট ইন্ডিজে ব্যর্থ হলেও আয়ারল্যান্ডে জ্বলে ‍উঠে সৌম্য যে প্রধান নির্বাচকের মন জয় করে নিয়েছেন, সেটা বলে দেওয়াই যায়।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়